Uk Bangla Live News

প্রশ্নফাঁসে চবির সাংবাদিকতা বিভাগে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি

ডেস্ক সংবাদ

প্রশ্নফাঁসের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের একটি কোর্সের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এ ঘটনায় ৪১৯ নম্বর কোর্সের পরীক্ষা স্থগিতের পাশাপাশি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের সাংবাদিকতা বিভাগে প্রশ্নফাঁসের বিষয়টি সামনে আসে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার (৪ ডিসেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারীর কাছে ফাঁস হওয়া প্রশ্নসহ একটি চিঠি আসে।
পরে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্ন মিল পাওয়া যায়। এ ঘটনায় বিভাগীয় পরীক্ষা কমিটির সুপারিশে ওই কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি রওশন আক্তার বলেন, পরীক্ষা কমিটির সুপারিশে আমরা পরীক্ষাটি স্থগিত করেছি। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কর্তৃপক্ষ নেবে।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বাংলানিউজকে বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় একটি কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে আজ বিকেল ৫টায় জরুরি সিন্ডেকেট সভা আহ্বান করে ইতিমধ্যে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে আছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, সদস্য আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী এবং সদস্য সচিব হিসেবে আছেন শিক্ষক নিয়োগ শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়া।

Print
Email

সম্পর্কিত খবর

প্রশ্নফাঁসে চবির সাংবাদিকতা বিভাগে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি
রাতে বাড়বে শীত
বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকতে পারে না : ফরিদা আখতার
বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, ক্রেতারা ফিরছেন খালি হাতে
বঙ্গভবনে যাচ্ছেন ২৩ বিচারপতি
শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন
নিহত আইনজীবী সাইফুল ইসলাম ও গ্রেফতার চন্দন
আওয়ামী লীগ সরকার সবকিছু ধ্বংস করে গেছে
দ্বিগুণ বেড়েছে এইডস রোগীর সংখ্যা
চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি পিছিয়ে ২ জানুয়ারি