সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার নিবন্ধিত সংগঠন গোয়াইনঘাটের ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদ (ফুশিউপ) এর দুইবছর মেয়াদি নতুন কমিটিতে মো. আশরাফুল ইসলাম’কে সভাপতি ও মো. ইকবাল হোসেন’কে সাধারনসম্পাদক মনোনীত করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) সকাল ১০:০০ ফুলতৈলছগাম অস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ২০২৫-০২৬ অর্থ বছরের নতুন কমিটি গঠনের লক্ষে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাধারনপরিষদের উপস্থিত সকল সদস্যদের মতামতে উপদেষ্টা পরিষদ ১৩ সদস্যের প্রস্তাবিত নিম্নরূপ পূর্ণাঙ্গ কমিটি সাধারন সভায় প্রকাশ করেন। কমিটির পরবর্তী ১১ পদে আশিন সদস্যরা হলেন
সহসভাপতি: জহির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক: অর্জুন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক: বোরহান উদ্দিন, অর্থ সম্পাদক: কয়েছ আহমদ, শিক্ষা সম্পাদক: সুলতান আহমদ, ক্রীড়া সম্পাদক: আব্দুল মুকিত কালা, পরিবেশ সম্পাদক: সাহেদ আহমদ, সাহিত্য সম্পাদক : সুলব চন্দ্র দাস, প্রচার সম্পাদক : আল মাসুম রিপন ও সম্মানিত সদস্য :(১) শিতেশ দাস, সম্মানিত সদস্য (২) জাকারিয়া আহমদ।