ময়মনসিংহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী চিকিৎসক। গতকাল মঙ্গলবার (২৫ জুন) সকালে শহরের পণ্ডিতপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আত্মঘাতী চিকিৎসকের নাম অপর্ণা বসাক (২৭)। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আনোয়ার হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অপর্ণা বসাক জামালপুরের সরিষাবাড়ী এলাকার বাসিন্দা এবং ময়মনসিংহের প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি শহরের পণ্ডিতপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় একা থাকতেন। সেখানেই মঙ্গলবার সকালে রান্নাঘরে গিয়ে নিজের শরীরে আগুন দেন তিনি।
পুলিশ জানায়, অপর্ণার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট পাওয়া গেছে, যেখানে লেখা ছিল, “ভালো থেকো, আমি আর পারছি না। হয়ত আমিও সবার মতো হেরে গেলাম। তোমাকে মুক্তি দিয়ে গেলাম।”
অপর্ণার মা জোৎস্না বসাক মঙ্গলবার রাতেই মেয়ের ফেসবুক পোস্টের উল্লেখ করে একটি মামলা করেছেন। পুলিশ নিহতের প্রেমিক খন্দকার মাহাবুব এলাহীর বিষয়ে খোঁজ নিচ্ছে। আনোয়ার হোসেন বলেন, “প্রেমিকের সঙ্গে যোগাযোগ হলে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”