ফোন নম্বর ফাঁস, বিপাকে তিশা
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘৮৪০’ বা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ বর্তমানে বেশ আলোচনায়। সিনেমাটি মুক্তির ২০ দিনের মাথায় দেশের তিনটি টিভি চ্যানেলে সম্প্রচারের ঘোষণা আসে।
১ জানুয়ারি আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথমবার প্রযোজকের ভূমিকায় হাজির হন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সিনেমার সাফল্য ও অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিশা বলেন, “প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের আগ্রহ বেশি চোখে পড়েছে। ব্যবসার দিক না ভেবে মানুষের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
তিশা আরও জানান, ৩ জানুয়ারি থেকে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আরটিভিতে সিনেমাটি সম্প্রচার শুরু হবে। এর মধ্যে চ্যানেল আইতে রাত ৮টা ২০ মিনিটে, আরটিভিতে রাত ৮টায় এবং দীপ্ত টিভিতে রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে।
সিনেমাটির গল্পে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের পটভূমি তুলে ধরা হয়েছে। এ কারণে প্রযোজক হিসেবে তিশা বিভিন্ন হুমকির মুখে পড়েছেন বলে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সিনেমার বিষয়বস্তু নিয়ে প্রচুর হুমকি পাচ্ছি। এমনকি আমার ফোন নম্বরটিও ফাঁস করে দেওয়া হয়েছে।” তিশা বিষয়টিকে বেশ হতাশাজনক বলে উল্লেখ করেন।
প্রযোজক তিশা জানান, সিনেমার প্রতি মানুষের আগ্রহ এবং সমর্থন তাকে সাহস জুগিয়েছে। তবে হুমকির বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করবেন বলে জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান, মিলন শেখ, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা এবং চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।
তিশার প্রযোজনায় এ সিনেমাটি যেন একটি সাহসী পদক্ষেপ হয়ে উঠে। দর্শকদের মধ্যেও এটি ব্যাপক সাড়া ফেলেছে। তবে হুমকি এবং ব্যক্তিগত নম্বর ফাঁস হওয়ার বিষয়টি তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।