ফ্রান্সে দাবানল নেভাতে ব্যবহৃত একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার পুকুর থেকে পানি সংগ্রহের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি নিচে ঝুলন্ত বাম্বি বালটি দিয়ে পানি তুলতে নিচে নামছিল। কিন্তু খুব দ্রুত নিচে নামার কারণে হেলিকপ্টারটি ভারসাম্য হারিয়ে সরাসরি পুকুরে পড়ে যায় এবং চুরমার হয়ে যায়।
হেলিকপ্টারে থাকা পাইলট ও অগ্নিনির্বাপক কর্মী পানিতে পড়ে গিয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উভয়েই নিরাপদ এবং সুস্থ আছেন।
ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী থিবল্ট জানান, তিনি বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন এবং হেলিকপ্টারটি দেখে ভিডিও করছিলেন। তখনই দুর্ঘটনাটি ঘটলে তা ভিডিওতে ধরা পড়ে।
দুর্ঘটনার আগে হেলিকপ্টারটি ২৭ বার পানি ফেলে সফলভাবে আগুন নেভানোর কাজ করেছিল। শেষবারের মতো পানি তুলতে গিয়ে এটি বিধ্বস্ত হয়। উদ্দেশ্য ছিল একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়া রোধ করা।
ফরাসি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে। কোনো গাফিলতি পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা।