Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বর্ণিল আয়োজনে সিলেট নববর্ষ ১৪৩২ উৎদযাপিত

ডেস্ক সংবাদ

বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে পুরোনোকে পেছনে ফেলে সিলেটে আজ সোমবার ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। বাংলা নববর্ষকে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে সার্কিট হাউজ থেকে বৈশাখী শোভাযাত্রা শেষে ব্লু- বার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

নগরের শাহী ঈদগাহে বৈশাথী এবং ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এছাড়া জেলার সব উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এ উপলক্ষ্যে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজন করা হয়।

বাংলা নববর্ষ বরণে সারা দেশের মতো সিলেটেও সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শতকণ্ঠে বর্ষবরণ, প্রদীপ প্রজ্জ্বলন, একক ও সমবেত পরিবেশনা, নৃত্য, আবৃত্তি, সংগীত, রং তুলিতে বর্ষবরণ এবং বৈশাখী মেলাসহ আয়োজন করে বর্ষবরণের নানান অনুষ্ঠান।

প্রতি বারের মত শ্রুতি সিলেট সোমবার সকাল ৭ টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত কীন ব্রীজ সংলগ্ন সুরমা নদীর পাড়ে সারদা হল প্রাঙ্গণে আয়োজন করেছে বর্ষবরণ উৎসব ১৪৩২ বাংলা। রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘আনন্দলোক’ এর আয়োজনে নগরীর কেওয়াপাড়াস্থ শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে বর্ষবরণ উৎসব শুরু হয় সকাল ৭.৩০ টায়। দিনব্যাপী আয়োজনে সমবেত পরিবেশনায় অংশগ্রহণ করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেট, গীতবিতান বাংলাদেশ, সিলেট ললিত কলা একাডেমি, দ্বৈতস্বর, নৃত্যশৈ।

নববর্ষ বরণে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগেও আয়োজন করে অনুষ্ঠানমালা। পহেলা বৈশাখে নগরের ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনী স্ব স্ব এলাকায় তাদের তৎপরতা অব্যাহত রাখে। বৈশাখী অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

5645545445541211221.jpg645b3b58a9a0d
কিন ব্রিজে মোটরসাইকেল চলবে
কিন ব্রিজে মোটরসাইকেল চলবে
394781
বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ‘প্রায়োরিটি ভিসা’ সেবা চালু
বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ‘প্রায়োরিটি ভিসা’ সেবা চালু
aca64a34f62141d3a15012f08955c55f9afb2131638cab82
এক ক্লিকেই পুলিশের সকল সহায়তা মিলবে ‘জিনিআ’ অ্যাপে
এক ক্লিকেই পুলিশের সকল সহায়তা মিলবে ‘জিনিআ’ অ্যাপে
Untitled-1-copy-8
শনিবার সিলেটে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে
শনিবার সিলেটে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে
28-20241112000300
ব্যাংকে টাকা নেই, টাকার তোলার ভোগান্তিতে গ্রাহকরা
ব্যাংকে টাকা নেই, টাকার তোলার ভোগান্তিতে গ্রাহকরা
image_222097_1757616440
সর্ব মিত্র চাকমার ফেসবুক আইডি হ্যাক
সর্ব মিত্র চাকমার ফেসবুক আইডি হ্যাক

সম্পর্কিত খবর