Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বরের মৃত্যু

ডেস্ক সংবাদ

কুমিল্লার চান্দিনা উপজেলায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বর অমিত কুমার সরকার। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

অমিত কুমার সরকার কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা এবং প্রবাসী দিলীপ সরকারের পুত্র। তার বিয়ে নির্ধারিত ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভিংরাব গ্রামে।

স্বজনদের বরাতে জানা যায়, অমিত বিদেশে থাকতেন এবং বিয়ের উদ্দেশ্যে কিছুদিন আগে দেশে আসেন। বিয়ের আগের দিন বুধবার গ্রামের বাড়িতে তার গায়ে হলুদের আয়োজন হয়। বৃহস্পতিবার দুপুরে বরযাত্রীদের সঙ্গে বাদ্যযন্ত্র ও সানাইয়ের সুরে সাজে সজ্জিত হয়ে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অমিত। মাথায় মুকুট, গায়ে ধুতি-পাঞ্জাবি পরে মা-বাবার আশীর্বাদ নিয়ে রওনা হন তিনি।

রাত ৯টার দিকে বরযাত্রীবাহী গাড়িবহর রওনা দেয় নারায়ণগঞ্জের উদ্দেশে। গৌরীপুর এলাকায় পৌঁছালে হঠাৎ অমিত বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, সেখানকার চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরে রাত ২টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিয়ের দিন এমন মর্মান্তিক ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এর আগেও তিন বছর আগে অমিতের ছোট ভাই আশিক সরকার ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দুই সন্তানের মধ্যে বেঁচে থাকা একমাত্র ছেলেকে হারিয়ে শোকাতুর হয়ে পড়েছেন বাবা দিলীপ সরকার ও মা রাধা রাণী সরকার।

অমিতের প্রতিবেশী গুরুপদ সরকার বলেন, “আমিও বরযাত্রী হিসেবে গাড়িবহরে ছিলাম। আমরা কিছুটা এগিয়ে ছিলাম, হঠাৎ বরের গাড়ি থেকে ফোন আসে—বর অসুস্থ। দ্রুত গৌরীপুরে ফিরে যাই। পরে ঢাকায় নেওয়া হলেও শেষরক্ষা হয়নি।”

Print
Email

সর্বশেষ সংবাদ

304fa7e1509b6063d878a386dd2753b747f568c789febc47
‘গ্রিণ সিগন্যাল’ পেতে যুক্তরাজ্যমুখী সিলেট বিএনপি নেতারা
‘গ্রিণ সিগন্যাল’ পেতে যুক্তরাজ্যমুখী সিলেট বিএনপি নেতারা
163863
এক বোনকে বাঁচাতে পুকুরে নামে আরও দুইজন, একসাথে ডুবে মৃত্যু তিন শিশুর
এক বোনকে বাঁচাতে পুকুরে নামে আরও দুইজন, একসাথে ডুবে মৃত্যু তিন শিশুর
163873
চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন কালনী এক্সপ্রেসের তিন বগি
চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন কালনী এক্সপ্রেসের তিন বগি
1f27fd307a5351d01f3c2949fa0a0243bea02010fae3437c
নেশার টাকা না পেয়ে মামাকে কুপিয়ে হত্যা করলো ভাগ্নে
নেশার টাকা না পেয়ে মামাকে কুপিয়ে হত্যা করলো ভাগ্নে
ac4568079c34b8e69b4b4c37c3eb47eb93253807fa3a89b2
নারীর গলা কেটে হত্যার পর ঘরে গোসল করে পালাল দুর্বৃত্তরা
নারীর গলা কেটে হত্যার পর ঘরে গোসল করে পালাল দুর্বৃত্তরা
Screenshot_1
নেপালের পর এবার ভারতের তরুণদের বিক্ষোভ
নেপালের পর এবার ভারতের তরুণদের বিক্ষোভ

সম্পর্কিত খবর