কুমিল্লার চান্দিনা উপজেলায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বর অমিত কুমার সরকার। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
অমিত কুমার সরকার কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা এবং প্রবাসী দিলীপ সরকারের পুত্র। তার বিয়ে নির্ধারিত ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভিংরাব গ্রামে।
স্বজনদের বরাতে জানা যায়, অমিত বিদেশে থাকতেন এবং বিয়ের উদ্দেশ্যে কিছুদিন আগে দেশে আসেন। বিয়ের আগের দিন বুধবার গ্রামের বাড়িতে তার গায়ে হলুদের আয়োজন হয়। বৃহস্পতিবার দুপুরে বরযাত্রীদের সঙ্গে বাদ্যযন্ত্র ও সানাইয়ের সুরে সাজে সজ্জিত হয়ে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অমিত। মাথায় মুকুট, গায়ে ধুতি-পাঞ্জাবি পরে মা-বাবার আশীর্বাদ নিয়ে রওনা হন তিনি।
রাত ৯টার দিকে বরযাত্রীবাহী গাড়িবহর রওনা দেয় নারায়ণগঞ্জের উদ্দেশে। গৌরীপুর এলাকায় পৌঁছালে হঠাৎ অমিত বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, সেখানকার চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরে রাত ২টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ের দিন এমন মর্মান্তিক ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এর আগেও তিন বছর আগে অমিতের ছোট ভাই আশিক সরকার ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দুই সন্তানের মধ্যে বেঁচে থাকা একমাত্র ছেলেকে হারিয়ে শোকাতুর হয়ে পড়েছেন বাবা দিলীপ সরকার ও মা রাধা রাণী সরকার।
অমিতের প্রতিবেশী গুরুপদ সরকার বলেন, “আমিও বরযাত্রী হিসেবে গাড়িবহরে ছিলাম। আমরা কিছুটা এগিয়ে ছিলাম, হঠাৎ বরের গাড়ি থেকে ফোন আসে—বর অসুস্থ। দ্রুত গৌরীপুরে ফিরে যাই। পরে ঢাকায় নেওয়া হলেও শেষরক্ষা হয়নি।”