Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিয়ের একাধিক ছবি প্রকাশ করলেন মেহজাবীন

ডেস্ক সংবাদ

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের বিয়ের আসর বসেছে। বিয়েতে অতিথিদের ছবি তোলা নিষেধ ছিল তবে একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন অভিনেত্রী নিজেই।
বিয়ের ৫টি ছবি প্রকাশ করে ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করেছেন মেহজাবীন। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আক্‌দ সম্পন্ন হয় মেহজাবীন-রাজীবের।
ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘২০১২ সালের ৯ এপ্রিল —বাঁকা দাঁতের সুন্দর হাসিওয়ালা একটি ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি তখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়েছিলাম তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নেড়েছিল।’
অভিনেত্রী আরও লেখেন, ‘আমরা মাত্র ১৫ মিনিটের জন্য কথা বলেছিলাম, তবে তিনি চলে যাওয়ার সাথে সাথে আমি অনুভব করেছি যে আমার হৃদয়ের একটি টুকরো তার সাথে চলে গেছে। আমি জানতাম- এই ছিল’
তিনি আরও বলেন, ‘১৩ বছর পরে, আমরা এখানে, একসাথে চলছি, সবকিছু উদযাপন করছি এবং প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করছি। অনেকে বলে, সাত বছরের বন্ধুত্ব সারাজীবন স্থায়ী হয়- আমরা এটি প্রায় দ্বিগুণ করেছি।’
তার ভাষায়, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ -এ, আমরা আমাদের বন্ধন দৃঢ় করেছি, এই যাত্রা সামনে চলার প্রতিশ্রুতি দিয়ে। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি।’
সবশেষে মেহজাবীন লেখেন, ‘আমরা এই নতুন অধ্যায় শুরু করার সাথে সাথে, বাকি জীবনের পথচলায় তোমার ভালবাসা এবং দোয়া চাই।’
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) তাদের বিয়ের আসর বসেছে একই জায়গায়। তারকা দম্পত্তির বিয়ের আমন্ত্রণপত্রে লেখা ছিল, ‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবীন চৌধুরী এবং বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনি সাদরে আমন্ত্রিত।’
আরও জানা যায়, ঢাকার বাইরে সেই রিসোর্টে বেশ কয়েক দিন ধরে বিয়ের প্রস্তুতি চলছিল। গতকাল থেকেই সেখানে মেহজাবীন ও আদনানের পরিবারের সদস্যরা পৌঁছাতে শুরু করেন।
বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ ছিলেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

received_1973123996850326
‘জনগণের হক আদায় ও দ্বীনের রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যেই নির্বাচন করতে চাই’
‘জনগণের হক আদায় ও দ্বীনের রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যেই নির্বাচন করতে চাই’
1755002261-610624d169cfed9f0e345e1457f04011
আত্মহত্যার স্ট্যাটাসের পর নতুন সিদ্ধান্ত হিরো আলমের
আত্মহত্যার স্ট্যাটাসের পর নতুন সিদ্ধান্ত হিরো আলমের
sw_58.1755061043
ছিনতাই রুখতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
ছিনতাই রুখতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
sada-pathor-20250812173905
কোথায় গেল ভোলাগঞ্জের সাদা পাথর?
কোথায় গেল ভোলাগঞ্জের সাদা পাথর?
Screenshot_3
লন্ডনে দেশি সবজি চাষে সাফল্য, কোটিপতির পথে তিন বাংলাদেশি তরুণ
লন্ডনে দেশি সবজি চাষে সাফল্য, কোটিপতির পথে তিন বাংলাদেশি তরুণ
Screenshot_2
বার্মিংহামে নিকাব পরে গুলি চালানোর চেষ্টা
বার্মিংহামে নিকাব পরে গুলি চালানোর চেষ্টা

সম্পর্কিত খবর