শিরোনাম পড়ে কারো কারো খটকা লাগতে পারে। নিউজিল্যান্ড পেস বোলার জাসপ্রিত বুমরাহ ও প্যাট কামিন্সদের সঙ্গে কোন দলে যোগ দিল! যারা চ্যাম্পিয়ন্স ট্রফির খোঁজ-খবর রাখছেন, তাদের অনেকেরই বুঝে যাওয়ার কথা কোন দলের কথা বলা হচ্ছে। এটা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের কোনো দল নয়, দলটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইনজুরিতে পড়াদের।
চ্যাম্পিয়ন্স ট্রফি এখনও শুরু হয়নি, ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট বসবে। তবে তার আগে একটা ‘খেলা’ ঠিকই শুরু হয়ে গেছে। সেটা ইনজুরিতে পড়ার খেলা। ইনজুরির জোয়ার এতই প্রবল যে, রঙই হারাতে শুরু করেছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি ইভেন্টটি।
এই মুহূর্তের সেরা ক্রিকেটারের তালিকা করলে ভারতের বুমরাহ নিশ্চিতভাবেই এক নম্বর স্থানটি দখল করবেন। অথচ এই পেসারের কারিশমা দেখা যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পিঠের ইনজুরি ছিটকে দিয়েছে তাকে। একই কারণে বোর্ডার গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে বোলিং করেননি বুমরাহ। তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে ভারত। তবে কাজের কাজ হয়নি। তার অনুপস্থিতিতে বলা চলে বোলিং ইউনিটে শক্তি অনেকটাই হারাল টিম ইন্ডিয়া।
ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার; প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল মার্শ। হ্যামস্ট্রিং ইনজুরি নিউজিল্যান্ডের লকি ফার্গুসনের কপালেও একই ভাগ্য নিয়ে এসেছে। পাকিস্তানের সাইম আয়ুবও দল ঘোষণার আগে বাদ পড়েছেন। সাইড স্ট্রেনের চোট হারিস রাউফকেও ছিটকে দিয়েছে টুর্নামেন্ট থেকে।
দক্ষিণ আফ্রিকার দুঃখ এনরিক নরকিয়া। পিঠের ইনজুরির কারণে গেল ডিসেম্বর থেকে মাঠের ক্রিকেটের বাইরে তিনি। নতুন করে আবার চোটে পড়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। চোট ভিন্ন হলেও ফিটনেস ইস্যু থাকায় স্কোয়াডে জায়গা হারিয়েছেন কোয়েৎজে। এছাড়াও আফগানিস্তানের গজনফর এবং ইংল্যান্ডের জ্যাকব বেথেলকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে না ইনজুরির কারণে। লম্বা এই তালিকায় যুক্ত হলেন সিয়ার্স।
সতীর্থ লকি ফার্গুসনের মতো ২৭ বছর বয়সি সিয়ার্সও হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। করাচিতে অনুশীলনের সময় চোট পান তিনি। সুস্থ হতে অন্তত ২ দুই সপ্তাহ লাগবে তার। তার মানে দাঁড়ায়, দলে থাকলে সিয়ার্স সুস্থ হয়ে সর্বোচ্চ ভারতের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি খেলতে পারতেন। কিন্তু নিউজিল্যান্ড সে পথে হাঁটেনি। তার বদলি হিসেবে জ্যাকব ডাফিকে দলে নিয়েছে কিউইরা।
১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে নিউজিল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ২ মার্চ ভারতের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে তারা।