Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন্স অ্যালায়েন্সের অভিষেক

ফজলুল হক, লন্ডন প্রতিনিধি

পূর্ব লন্ডনের ফিল্ডগেট স্ট্রিটে অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন্স অ্যালায়েন্স (BBFCA) – মেয়র ও স্পিকারদের অ্যালায়েন্স – এর বহুল প্রত্যাশিত অভিষেক অনুষ্ঠান। ব্রিটেনের প্রভাবশালী ব্রিটিশ-বাংলাদেশি সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই অনুষ্ঠান এক অনন্য মিলনমেলায় রূপ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন ও ব্রেন্ট কাউন্সিলের প্রাক্তন মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রাক্তন স্পিকার কাউন্সিলর এম আয়াছ মিয়া।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, পাঠ করেন সফিকুল হক। এরপর পরিবেশিত হয় বাংলাদেশ ও যুক্তরাজ্যের জাতীয় সংগীত। এরপর একে একে বক্তব্য রাখেন BBFCA-এর নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ।

সংগঠনটির বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী নেতাদের মধ্যে ছিলেন ভাইস চেয়ারম্যান কাউন্সিলর এম আহবাব হোসেন, ট্রেজারার খালেছ উদ্দিন আহমেদ, সহকারী ট্রেজারার কাউন্সিলর সাবিনা আখতার, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর ফারুক চৌধুরী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক কাউন্সিলর হুমায়ুন কবির, প্রেস ও প্রচার সম্পাদক কাউন্সিলর শেরওয়ান চৌধুরী এবং নির্বাহী সদস্য আব্দুল আসাদসহ অনেকে।

অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস, ক্যামডেন, করবি, ইসলিংটন, মোলভ্যালি, সাউথবোরো, নর্থহ্যাম্পটন, ওয়ার্থিং, সুইন্ডন, স্যালিসবারি এবং হ্যারিঞ্জে কাউন্সিলসহ বিভিন্ন এলাকা থেকে আগত সাবেক ও বর্তমান মেয়র ও স্পিকাররা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন কাউন্সিলর সুলুক আহমেদ (বর্তমান স্পিকার, টাওয়ার হ্যামলেটস) ও কাউন্সিলর আহমেদ মাহবুব (বর্তমান মেয়র, হ্যারিঞ্জে)।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মৌমিতা জিনাত (বাংলাদেশ হাইকমিশন), ডঃ শাহানুর খান, ডঃ জাকির খান, আহমেদ উস সামাদ (চ্যানেল এস), মাহমুদ হাসান এমবিই (Apasen), অলি খান এমবিই (BCA), এম এ মুনিম ওবিই (BBCCI), বশির আহমেদ বি ই এম (BBCCI), আরজু মিয়া এমবিই, ফারুক মিয়া এমবিই, উমেশ দেশাই (GLA Member), হেলাল উদ্দিন আব্বাস (সাবেক লিডার, টাওয়ার হ্যামলেটস), কাউন্সিলর সিরাজুল ইসলাম, সলিসিটর লুৎফুর রহমান, সাংবাদিক নাহাস পাশা, সাইদুর রহমান রেনু, শাহাব উদ্দিন (BB Cancer Hospital), নুরুল ইসলাম (Bangladesh Welfare), দেলোয়ার হোসেন (বাংলাদেশ সেন্টার), ডঃ সৈয়দ মাশুক আহমেদ ও সাংবাদিক এম এ জামান।

 ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন্স অ্যালায়েন্স মূলত যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত যেসব ব্যক্তিরা স্থানীয় সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। এ সংগঠন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটির অগ্রগতি এবং প্রতিনিধিত্ব শক্তিশালী করতে কাজ করবে।

উৎসবমুখর পরিবেশে হাসি-আনন্দ, শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত ও স্মরণীয় সময় উপহার দেয় উপস্থিত সকলকে।

Print
Email

সর্বশেষ সংবাদ

Britain-bf864e674f1f8a2cd5bc104da74d797c
যুক্তরাজ্যে পাল্টে যাচ্ছে বাংলাদেশিদের ভিসা: আসছে ই-ভিসা পদ্ধতি
যুক্তরাজ্যে পাল্টে যাচ্ছে বাংলাদেশিদের ভিসা: আসছে ই-ভিসা পদ্ধতি
Screenshot_28
যুক্তরাজ্যে বিমান সংস্থা ও বিমানবন্দর কর্মীদের জন্য প্রতিবন্ধী প্রশিক্ষণের আহ্বান
যুক্তরাজ্যে বিমান সংস্থা ও বিমানবন্দর কর্মীদের জন্য প্রতিবন্ধী প্রশিক্ষণের আহ্বান
Screenshot_27
ব্রিটিশ শিশুদের দিয়ে হামলার ষড়যন্ত্র: রাশিয়া-ইরানের গোপন নেটওয়ার্ক
ব্রিটিশ শিশুদের দিয়ে হামলার ষড়যন্ত্র: রাশিয়া-ইরানের গোপন নেটওয়ার্ক
Screenshot_26
দক্ষিণ-পূর্ব লন্ডনে পানির পাইপ ফেটে ভয়াবহ জলাবদ্ধতা, হাজারো মানুষ পানিবিহীন
দক্ষিণ-পূর্ব লন্ডনে পানির পাইপ ফেটে ভয়াবহ জলাবদ্ধতা, হাজারো মানুষ পানিবিহীন
Screenshot_25
খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধিতে যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি বেড়ে ৩.৬%
খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধিতে যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি বেড়ে ৩.৬%
Screenshot_24
আফগান পুনর্বাসন প্রকল্প ফাঁস: ব্রিটেনে অস্থিরতার শঙ্কা
আফগান পুনর্বাসন প্রকল্প ফাঁস: ব্রিটেনে অস্থিরতার শঙ্কা

সম্পর্কিত খবর