Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ভারতের সঙ্গে চুক্তি হয়নি, বিএনপি নেতারা মিথ্যা দাবি করছে: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক সংবাদ

সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরের পর বিএনপি নেতাদের দাবির প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, “ভারতের সঙ্গে কোনো চুক্তি সই হয়নি, যদিও বিএনপি নেতারা সেসব বিষয়ে মিথ্যা দাবি করছেন। প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় কিছু সমঝোতা স্মারক সই হয়েছে, এবং কিছু পুরনো স্মারক নবায়ন করা হয়েছে। এই সমঝোতাগুলি দেশের স্বার্থে করা হয়েছে, তবে কোনো নতুন চুক্তি হয়নি।”

তিনি আজ (২৯ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত “গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর” শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। সেমিনারটি চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ আয়োজন করে।

ড. হাছান মাহমুদ আরও বলেন, “বিএনপির কিছু নেতা, যারা নিজেদের শিক্ষিত দাবি করেন, চুক্তি এবং সমঝোতা স্মারক মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না। তারা কেন অশিক্ষিতের মতো কথা বলছেন, তা আমার বোধগম্য নয়।”

তিনি জানান, “বিএনপি নেত্রী সাবমেরিন ক্যাবলের সঙ্গে বাংলাদেশের সংযোগকে বিপজ্জনক বলে উল্লেখ করেছিলেন, কিন্তু তারা দেশের কানেক্টিভিটির গুরুত্ব বোঝার চেষ্টা করছে না।”

এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী গাজার পরিস্থিতি নিয়ে বিএনপি ও জামায়াতের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, “তারা গাজার নিরীহ মানুষের হত্যাযজ্ঞ নিয়ে কোনো কথা বলেনি। আমরা ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে উন্নয়নমূলক সম্পর্ক তৈরি করতে চাই, কিন্তু বিএনপি তা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

তিনি আরো যোগ করেন, “আওয়ামী লীগ সবসময় গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে আছে এবং অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম করছে। পাকিস্তান আমলে আওয়ামী লীগ নেতাদের ওপর নির্যাতন চালানো হয়েছিল, এবং স্বাধীনতার পরও সামরিক শাসকদের হাতে অত্যাচারের শিকার হতে হয়েছে।”

তিনি ২০০৭ সালের সামরিক শাসনের প্রসঙ্গ তুলে বলেন, “সেই সময়, দেশে প্রকৃতপক্ষে সামরিক শাসন চলছিল এবং বিএনপির শাসনকাল ছিল দুর্নীতি ও দুঃশাসনের সময়।”

এ সেমিনারে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

ck-vs-fb-20250121150440
বিপিএলের প্লে-অফে টিকে থাকতে ৬ দলের লড়াই
বিপিএলের প্লে-অফে টিকে থাকতে ৬ দলের লড়াই
image-51847-1737422422
শপথ নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা: ‘আমেরিকার স্বর্ণযুগ শুরু’
শপথ নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা: ‘আমেরিকার স্বর্ণযুগ শুরু’
india-1-20250121145309
মেঘালয়ে রামকৃষ্ণ মিশনের স্কুলে ভাঙচুর, কারফিউ জারি
মেঘালয়ে রামকৃষ্ণ মিশনের স্কুলে ভাঙচুর, কারফিউ জারি
1737447345-a1a3bf818b78dfcedd0d37588990f1d4
২০ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি
২০ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি
1737440627.tika
ভুল তথ্যের কারণে প্রবাসীদের টিকা বিক্ষোভ
ভুল তথ্যের কারণে প্রবাসীদের টিকা বিক্ষোভ
image-51862-1737429595
সীমান্তে সাউন্ড গ্রেনেড নিয়ে বিএসএফের দুঃখ প্রকাশ
সীমান্তে সাউন্ড গ্রেনেড নিয়ে বিএসএফের দুঃখ প্রকাশ

সম্পর্কিত খবর