মালয়েশিয়ায় ভুয়া বা চুক্তিভিত্তিক বিয়ের মাধ্যমে স্থায়ী বাসিন্দা (পিআর) মর্যাদা ও ব্যবসায়িক সুবিধা নেওয়ার প্রবণতা বাড়ছে—বিশেষ করে দক্ষিণ এশীয় দেশগুলোর বিদেশিদের মধ্যে। এসব বিয়ের মাধ্যমে বিদেশিরা ব্যাংক ঋণ, ব্যবসার অনুমতি ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করছেন। পরে অনেকেই তাদের স্থানীয় স্ত্রীদের তালাক দিয়ে সম্পর্ক ছিন্ন করছেন।
এ বিষয়ে কড়া অবস্থান নিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, পারিবারিক উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র সুবিধা নেওয়ার জন্য বিয়েকে ব্যবহার করা হলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। প্রমাণ মিললে অভিযুক্তদের গ্রেফতার, বিচার ও সাজা শেষে কালো তালিকাভুক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
তিনি আরও বলেন, যারা দীর্ঘমেয়াদি সামাজিক পাস (PLS) নিয়ে মালয়েশিয়ায় আছেন, তাদের বৈধভাবে কাজের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। সন্দেহজনক দম্পতিদের বাড়ি ও কর্মস্থলে হঠাৎ পরিদর্শনের মাধ্যমে তদন্ত করা হচ্ছে।
অভিযানের জন্য অভিবাসন বিভাগ (JIM) যৌথভাবে পুলিশের (PDRM), জাতীয় নিবন্ধন বিভাগের (JPN), ইসলামিক কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে।
সরকারের স্পষ্ট বার্তা: “বিয়ে ব্যবসার টিকিট নয়। ভুয়া বিয়ের মাধ্যমে সুবিধা নেওয়া হলে কঠোর শাস্তি অনিবার্য।”