ভুল তথ্যের কারণে প্রবাসীদের টিকা বিক্ষোভ
মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক বলে ভুল তথ্যের ভিত্তিতে রাজধানীর পান্থপথে প্রবাসীরা ব্যাপক বিক্ষোভ করেন। আজ (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্কয়ার হাসপাতালের সামনে প্রায় ৩০০ জন প্রবাসী জড়ো হয়ে টিকা সংকটের অভিযোগ তোলেন। বিক্ষোভকারীদের মধ্যে সৌদি আরবগামী যাত্রীর সংখ্যা বেশি ছিল।
সকাল থেকেই তারা বিভিন্ন হাসপাতাল থেকে ফিরে এসে স্কয়ার হাসপাতালে টিকা নিতে আসেন। কিন্তু সেখানে টিকার মজুদ না থাকায় ক্ষুব্ধ প্রবাসীরা রাস্তা আটকে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মিছিল নিয়ে যান।
প্রবাসী কল্যাণ ভবনে গিয়ে কর্তৃপক্ষ জানায়, মেনিনজাইটিস টিকা শুধু ওমরাহ ও ভিজিট ভিসার জন্য প্রযোজ্য। ভুল তথ্যের কারণে এ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে এই বিষয়ে সচেতনতার অভাবে ভোগান্তি ও বিক্ষোভ দেখা দেয়।
স্কয়ার হাসপাতালের একজন কর্মকর্তা জানান, টিকার সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় নতুন করে টিকা আনতে অন্তত ১০-১৫ দিন সময় লাগবে। তবে এই সময়ের মধ্যে টিকা সংকট কাটানোর চেষ্টা চলছে বলে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।