বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মুম্বাইয়ের আদালত। ২০১২ সালে মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে ঘটে যাওয়া একটি হামলার ঘটনায় সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত না হওয়ার কারণে তাকে এই পরোয়ানা জারি করা হয়।
২০১২ সালে মুম্বাইয়ের কোলাবা এলাকার একটি পাঁচতারা হোটেলে এনআরআই ব্যবসায়ী ইকবাল শর্মার ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে অভিনেতা সাইফ আলী খান, শিল্পপতি বিলাল আমরোহি এবং মালাইকার ভগ্নীপতি শাহিল লাদাখের বিরুদ্ধে। এই ঘটনায় মালাইকা অরোরাকে প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছিল, কিন্তু তিনি তা এড়িয়ে যান।
এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনার সময় সাইফ আলী খান এবং মালাইকা অরোরা একসঙ্গে ডিনার করছিলেন। হঠাৎ এক ব্যক্তি এসে চিৎকার করে ‘চুপ করো!’ বলে তাদের আচরণে বাধা দেন। সাইফ আলী খান তখন শান্তভাবে ওই ব্যক্তির সাথে কথা বলতে চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি শান্ত না হয়ে আরও উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পর, সাইফ ওয়াশরুমে যাওয়ার সময় তর্কাতর্কির আওয়াজ শুনতে পান, এবং কিছু সময়ের মধ্যেই ওই ব্যক্তি সাইফের গায়ে হাত তোলেন।
এ ঘটনার পর সাইফ দাবি করেন, ইকবাল শর্মা তাদের টেবিলে এসে নারীদের উত্ত্যক্ত ও গালিগালাজ করেন, যা থেকে এই দ্বন্দ্বের সূত্রপাত হয়।
এ বিষয়ে আদালতে গত শনিবার বয়ান দেন সাইফ আলী খানের বোন অমৃতা অরোরা, যিনি ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। তবে মালাইকা অরোরা দীর্ঘ ১৩ বছর পরেও আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।