Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মাস্ককে সমর্থন জানাতে লাল চকচকে টেসলা কিনলেন ট্রাম্প!

ডেস্ক সংবাদ

ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা থেকে একটি চকচকে লাল গাড়ি কিনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্কের প্রতি সমর্থন জানাতেই মঙ্গলবার (১১ মার্চ) গাড়িটি কেনেন মার্কিন প্রেসিডেন্ট।
এ সময় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী মাস্ক বেশ কয়েকটি টেসলা গাড়ি সারিবদ্ধ করে রাখেন। যাতে সেখান থেকে পছন্দ মতো গাড়িটি বেছে নিতে পারেন ট্রাম্প।
‌‘বাহ, এটা তো সুন্দর।’ লাল রঙের মডেল এক্স বেছে নেয়ার সময় বলেন ট্রাম্প। এ সময় মাস্কের বুলেটপ্রুফ ডিজাইনের দিকে ইঙ্গিত করেন। পরে তিনি টেসলার ভেতরে ঢুকে যাত্রীর আসনে বসেন। ট্রাম্প বসেন চালকের আসনে।
এ সময় ট্রাম্প গাড়ি চালানোর অনুমতি না থাকায় গাড়িটি পরীক্ষামূলকভাবে চালাননি। তবে বলেছিলেন, তিনি এটি হোয়াইট হাউসে রেখে যাবেন, যাতে তার কর্মীরা এটি চালাতে পারেন।
মার্কিন প্রেসিডেন্টের মতে, তিনি কোনও ডিসকাউন্ট ছাড়াই পুরো দামে প্রায় ৮০,০০০ ডলার মূল্যে গাড়িটি কিনেছেন।
ট্রাম্প মজা করে বলেন, ‘মাস্ক আমাকে ছাড় দিতে পারতেন। যদি আমি ছাড় নেই, তাহলে তারা বলবে ওহ, আমি সুবিধা পেয়েছি।’
এদিকে হোয়াইট হাউস নতুন গাড়িসহ ট্রাম্প এবং মাস্কের ছবি টুইট করেছে সামাজিকমাধ্যমে। ক্যাপশনে লেখা হয়েছে: দেশপ্রেমিকরা, ভেতরে আসুন – আমাদের একটি দেশ বাঁচাতে হবে।
মাস্ককে ‘দেশপ্রেমিক’ বলে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘তিনি দুর্দান্ত কাজ করেছেন। এমন নয় যে তিনি একজন রিপাবলিকান। মাঝে মাঝে, আমি নিশ্চিত হতে পারি না যে, তার দর্শন ঠিক কী। তবে তিনি একজন দুর্দান্ত মানুষ।’
মাস্ক ট্রাম্পের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) নেতৃত্ব দিচ্ছেন।
সম্প্রতি ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডাকে সমর্থন করার জন্য মাস্কের প্রতি যুক্তরাষ্ট্রের মানুষের অসন্তোষ বাড়ে এবং টেসলার শোরুমগুলোতে হামলার ঘটনা ঘটে।
গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ডোনাল্ড ট্রাম্প। এরপর সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) দায়িত্ব দেয়া হয় মাস্ককে। এই বিভাগের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের খরচ কমানো এবং সরকারি কর্মীদের কাটছাঁট করতে কাজ করছেন মাস্ক।
সূত্র: এনডিটিভি

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_9
যুক্তরাজ্যে কারিগরি ত্রুটিতে ১২০টির বেশি ফ্লাইট বাতিল, যাত্রী দুর্ভোগে
যুক্তরাজ্যে কারিগরি ত্রুটিতে ১২০টির বেশি ফ্লাইট বাতিল, যাত্রী দুর্ভোগে
Screenshot_8
ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে আহত ২ কর্মী
ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে আহত ২ কর্মী
1611261541775234
ছেলের বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবার মৃত্যু
ছেলের বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবার মৃত্যু
Screenshot_7
গণপরিবহনে তৃতীয় লিঙ্গের চাঁদাবাজিতে অতিষ্ঠ যাত্রীরা, নিরাপত্তাহীনতায় ভোগান্তি
গণপরিবহনে তৃতীয় লিঙ্গের চাঁদাবাজিতে অতিষ্ঠ যাত্রীরা, নিরাপত্তাহীনতায় ভোগান্তি
Screenshot_6
মসজিদের ৪২ বিঘা জমি ভূমিদস্যুর দখলে
মসজিদের ৪২ বিঘা জমি ভূমিদস্যুর দখলে
কোটি-মানুষের-হৃদয়ের-স্পন্দন
কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ইউকে বাংলা লাইভ নিউজ
কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ইউকে বাংলা লাইভ নিউজ

সম্পর্কিত খবর