সিলেট মহানগর জামায়াতের বি ক্ষো ভ মিছিল
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কুরআনের নাজিলের মাস রমজান আত্মশুদ্ধি অর্জনের মাস। ৯০ ভাগ মুসলমানের দেশে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সরকার ও জনগণকে কার্যকর উদ্যোগ নিতে হবে। অশ্লীলতা বেহায়াপনা এবং দিনের বেলায় খাবারের হোটেল বন্ধ রাখতে হবে। রমজান আসার আগেই বাজারে অস্থিতিশীলতা বিরাজ করছে। সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে, সোয়াবিন তেল পাওয়া যাচ্ছেনা। এতে জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। অন্তর্বর্তী সরকারকে সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিত্যপণ্যের দাম সহনীয় করতে বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে। খুন-খারাবি, চুরি-ছিনতাই বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জুলাই গণহত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে।
তিনি শুক্রবার বাদ জুমআ নগরীতে জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী শহিদুল ইসলাম সাজু আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, শাহেদ আলী ও আব্দুল্লাহ আল মাহমুদ প্রমূখ।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম আরো বলেন, রমজান মাসে নির্বিঘ্নে সিয়াম পালনে নিত্যপণ্যের উর্ধ্বগতি রোধ করতে হবে। রমজানের পবিত্রতার রক্ষায় রেডিও, টেলিভিশন এবং নগরীর গুরুত্বপূর্ণ স্থানে অশ্লীল বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করতে হবে। চুরি-ছিনতাই ও খুন-খারাবি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বৃদ্ধি করতে হবে। পতিত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ জামায়াতের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামকে দ্রুততম সময়ের মধ্যে মুক্তি দিতে হবে। সর্বোপরি রমজানের পবিত্রতা রক্ষায় সিলেটবাসীকে স্বোচ্ছার হতে হবে।
ইসলামী আন্দোলনের আনন্দ মিছিল
জননিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি ও পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার বাদ জুময়া নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু করে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চৌহাট্রা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত স্বাগত মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেন, প্রতিদিন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। ছিনতাই, লুটপাট, হানাহানি অরাজকতা সব অপরাধ চরম আকার ধারণ করেছে। দ্রুত এসবের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। আজ দেশে জননিরাপত্তা হুমকির মুখে। মানুষ আতঙ্কিত হয়ে আছে।
তাই অর্ন্তবর্তীকালীন সরকারকে যথাসময়ে নির্বাচনের দেওয়ার আহবান জানান।
স্বাগত মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন সিলেট জেলার সাবেক সভাপতি নজির আহমদ, সাবেক সদস্য আব্দুল করিম, মহানগর সদস্য ইসহাক আহমদ, ইসলামী আন্দোলন মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, জেলা সাংগঠনিক সম্পাদক নোমান আল ফাহাদ, জাতীয় শিক্ষক ফোরাম সিলেট মহানগরের সাধারণ সম্পাদক প্রভাষক বুরহান উদ্দিন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি ফজলুল হক, মহানগর শ্রমিক আন্দোলনের সভাপতি সিদ্দিকুর রহমান, যুব আন্দোলন মহানগর সভাপতি জাকির হোসেন, জেলা সভাপতি মাওলানা বদরুল হক, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক কে. এম শহিদুল ইসলাম, ছাত্র আন্দোলন জেলা সহ-সভাপতি মুর্শেদ আহমদ সহ জেলা, মহানগর ও থানার নেতৃবৃন্দ