কক্সবাজারে জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য রাখা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীলকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আজাদ এ নিন্দা জানান।
তিনি বলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীল এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা পরিমল কান্তি দে আলাদা ব্যক্তি। কিন্তু একটি স্যাটেলাইট চ্যানেল এই দু’জন ভিন্ন ব্যক্তিকে একই ব্যক্তি হিসেবে অর্থাৎ আওয়ামীগের নেতা বক্তব্য রেখেছে বলে প্রচার করে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। জামায়াতের উপর কালিমা লেপন করার জন্য একটি মিথ্যা তথ্য প্রদর্শন করে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে কিনা- এমন প্রশ্ন তুলেন হামিদুর রহমান আজাদ।
এসময় তিনি কর্মী সম্মেলনে বক্তব্য রাখা পরিমল কান্তি শীলের জাতীয় পরিচয়পত্র এবং আওয়ামী লীগ নেতা পরিমল কান্তি দে’র পরিচয় সংক্রান্ত বিস্তারিত তথ্যপ্রমাণ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
পরে এ বিষয়ে কথা বলেন সংবাদ সম্মেলনে উপস্থিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীল। এসময় তিনি নিজেকে জামায়াতের কর্মী হিসেবে পরিচয় দেন এবং একটি মহল হয়তো শত্রুতাবশত এ ধরনের অপপ্রচার করছে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে ‘দেশ আবারও ফ্যাসিবাদের সেই সময়ে চলে গেলো কিনা’ এমন প্রশ্ন তুলেন হামিদুর রহমান আজাদ। জামায়াতের ভাবমূর্তি নষ্ট করা ওই সংবাদের বিষয়ে সংশোধিত সংবাদ পরিবেশন এবং জাতির কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান জামায়াতের এই কেন্দ্রীয় নেতা।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নায়েবে আমীর ফরিদ উদ্দিন চৌধুরী, সহকারী সেক্রেটারি আবু তাহের চৌধুরী ও শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক উপস্থিত ছিলেন।