রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) সকালে জাদুঘরটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
এতে বলা হয়, সোমবার সকাল ৯টার সময় আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। জাদুঘরের ৪ তলা ভবনের নীচ তলায় জেনারেটর রুমে আগুন লাগার ঘটনায় সকাল ৯টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।
পরে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর আগুন পুরোপুরি নির্বাপণ হয় সকাল ৯ টা ৪৬ মিনিটে।
বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে উল্লেখ করে ফায়ার সার্ভিস আরও জানায়, অগ্নিকাণ্ডে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর উদ্ধার করা হয়েছে আনুমানিক ৫০ লাখ টাকার সম্পত্তি।