মেঘালয়ে রামকৃষ্ণ মিশনের স্কুলে ভাঙচুর, কারফিউ জারি
ভারতের মেঘালয়ে রামকৃষ্ণ মিশনের নির্মীয়মাণ স্কুলে স্থানীয় জনগণের ভাঙচুরের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (২০ জানুয়ারি) ২৫০ জন স্থানীয় নারী-পুরুষ ওই স্কুলে হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।