ইতিহাসের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসির জার্সি পেতে সকলেই মুখিয়ে থাকে। ম্যাচ শেষে সবসময়ই দেখা যায় কোনো না কোনো ফুটবলার তার কাছে এসে জার্সি চাচ্ছে। এবার ঘটল বিরল এক ঘটনা। মেসির জার্সি চাইলেন এক রেফারি।
কনকাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের ওপেনিং রাউন্ড সিরিজের প্রথম লেগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্পোর্টিং ক্যানসাস সিটির বিপক্ষে ১-০ গোলে জয় পায় ইন্টার মায়ামি। ম্যাচের একমাত্র গোলটি করেন মায়ামির অধিনায়ক মেসি।
ম্যাচ শেষে মেসির কাছে জার্সি চাইতে আসেন মেক্সিকান রেফারি মার্কো আন্তোনিও অরটিজ নারা। মায়ামির অধিনায়কও এতে রাজি হন। তবে মূল্যবান জার্সিটি পেতে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয় ৩৬ বছর বয়সি অরটিজ নারাকে। কারণ, মেসি ড্রেসিং রুমে ঢুকে তারপর জার্সিটি দিতে রাজি হন।
সঙ্গে সঙ্গে মেসির জার্সি না দেয়ার যথেষ্ট কারণও অবশ্য ছিল। স্টেডিয়ামে তাপমাত্রা ছিল যে তিন ডিগ্রি সেলসিয়াস, প্রথমার্ধের বিরতির সময় যা অনুভূত হচ্ছিল মাইনাস আট ডিগ্রির মতো। ম্যাচ শেষে এই ধরনের কন্ডিশনে ফুটবল খেলাকে ‘অমানবিক’ বলে মন্তব্য করেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো।
আগামী রোববার (২৩ ফেব্রুয়ারি) এমএলএসে মৌসুমের প্রথম ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি। ম্যাচটি বাংলাদেশ সময়ভর সাড়ে ৬টায় মাঠে গড়াবে।