যুক্তরাজ্যে ডেলিভারুতে অবৈধভাবে কাজ করার দায়ে প্রথমবারের মতো এক অভিবাসীকে আদালত দোষী সাব্যস্ত করেছে। তবে মাত্র £২৬ জরিমানার মাধ্যমে তিনি শাস্তি থেকে রেহাই পেয়েছেন।
২৩ বছর বয়সী আবদুল্লাহ মেরেজ, যিনি বৈধ কর্মসংস্থানের অনুমতি ছাড়াই ডেলিভারি রাইডার হিসেবে কাজ করছিলেন, তাকে গত ২ মে সারে’র ওয়োকিং এলাকায় আটক করে কর্তৃপক্ষ। আদালত জানায়, মেরেজ ঋণগ্রস্ত এবং প্রথমবার অপরাধ করায় তাকে শর্তসাপেক্ষ মুক্তি দেওয়া হয়েছে। জরিমানার অর্থ “ভিকটিম সারচার্জ” হিসেবে নির্ধারিত হয়েছে, যা একজন রাইডারের দুই ঘণ্টার মজুরির সমান। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ না দিলে তাকে আবার আদালতে হাজির হতে হবে।
মেরেজ কীভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন বা তার ভিসার ধরন কী ছিল—তা প্রকাশ করা হয়নি। তবে, অবৈধভাবে ফাস্ট-ফুড ডেলিভারির অভিযোগে আদালতে ওঠা তিনিই প্রথম ব্যক্তি।
দ্য সান-এর অনুসন্ধানে জানা গেছে, আরও অন্তত তিনজন অভিবাসীর বিরুদ্ধে একই অভিযোগ আনা হলেও তারা আদালতে হাজির হননি। তদন্তে অবৈধ ডেলিভারি কাজের একটি চক্রও শনাক্ত হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, সম্প্রতি এক অভিযানে ১,৭০০-এর বেশি মানুষকে তল্লাশি করে ২৮০ জনকে অবৈধভাবে কাজ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৫৩ জনের আশ্রয় আবেদন এখনও প্রক্রিয়াধীন।
সূত্র: দ্য সান