যুক্তরাজ্যের হাল শহরে এক নারীকে জোর করে চুমু খাওয়ার দায়ে কুয়েতি অভিবাসী জায়েদ আলাঞ্জিকে ১২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০২৪ সালের ২৮ এপ্রিল ভোরে রয়্যাল হোটেলের সামনে ঘটনাটি ঘটে। ওই হোটেলেই আশ্রয়প্রার্থী হিসেবে অবস্থান করছিলেন আলাঞ্জি।
আদালতে জানানো হয়, তিনি রাস্তায় একা থাকা এক নারীকে হোটেলে যেতে বলেন। “না” বলার পরও তিনি জোর করে তার মুখে চুমু খান এবং অশালীন আচরণ করেন। ভুক্তভোগী নারী জানান, আলাঞ্জি সম্পূর্ণ অপরিচিত ছিলেন এবং তার সঙ্গে থাকা এক কিশোরী যেন আরও বড় বিপদে না পড়ে, সেই কারণে তিনি নিজেই সামনে আসেন।
আলাঞ্জি দাবি করেন, নারীটির সম্মতি ছিল এবং তিনি শুধু সাহায্য করতে চেয়েছিলেন। তবে আদালত তার বক্তব্য নাকচ করে দেন এবং ঘটনাটিকে যৌন নিপীড়ন হিসেবে রায় দেন।
শাস্তির অংশ হিসেবে তাকে যৌন অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং £১৮৭ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে যুক্তরাজ্য থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হতে পারে বলেও জানা গেছে।
এই ঘটনার পর আশ্রয়প্রার্থী হোটেলগুলোর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বর্তমানে আলাঞ্জির রাজনৈতিক আশ্রয় আবেদন প্রক্রিয়াধীন, তবে এই অপরাধের কারণে তার আবেদন ঝুঁকিতে পড়েছে।
সূত্র: দ্য এক্সপ্রেস