যুক্তরাজ্যের নরফোকের ডিস শহরে আশ্রয়প্রার্থী পরিবারের হোটেল-আবাসনের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভে অংশ নিয়ে জনশৃঙ্খলা ভঙ্গ ও বর্ণবাদী আচরণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ বিশ্লেষণের পর শনিবার (২৬ জুলাই) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ২২ বছর বয়সী জেমস হার্ভি, নরফোকের হেথারসেট এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বর্ণবাদ-উৎসারিত জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অপর যুবক, ২৩ বছর বয়সী লুক শারম্যান, নরউইচের বাসিন্দা—তার বিরুদ্ধে একই অভিযোগের পাশাপাশি গাঁজা রাখার অভিযোগও দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর উভয়কে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর তাদের নরউইচ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে হবে।
ঘটনার দিন প্রায় ১৫০ জন বিক্ষোভকারী হোটেলের বাইরে জমায়েত হন। পাল্টা অবস্থানে থাকা আরেকটি দল ‘শরণার্থীদের স্বাগত’ লেখা ব্যানার হাতে বিক্ষোভে অংশ নেয়। পুলিশ জানিয়েছে, তারা উভয় পক্ষের ওপর নিবিড় নজরদারি রেখেছিল।