গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার, ২৩ আগস্ট ভোর ৩টার সময় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
সুলতান মাহমুদ শরীফ ২০১১ সাল থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান ছিল অনন্য। তাঁর মৃত্যুতে প্রবাসী বাঙালি সমাজ, রাজনৈতিক অঙ্গন এবং মুক্তিযুদ্ধের সহযোদ্ধারা এক অভিভাবককে হারালো।
মৃত্যুকালে তিনি দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তাঁর জানাজার নামাজের সময়সূচি পরে জানানো হবে।
এই শোকবার্তায় যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।