প্রবাসী বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্য ও কানাডা থেকে এসেছে দুটি আনন্দের খবর। যুক্তরাজ্য পুনরায় চালু করেছে অগ্রাধিকার (Priority) ভিসা সেবা, আর কানাডায় বসবাসরত বাংলাদেশিরা এখন থেকে সহজেই ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিতে পারবেন।
যুক্তরাজ্যে অগ্রাধিকার ভিসা সেবা চালু
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ভ্রমণ, পড়াশোনা বা কর্মসংস্থানের উদ্দেশ্যে ভিসা আবেদনকারীরা এখন আবারও পাচ্ছেন অগ্রাধিকার ভিসার সুযোগ। ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, এই সেবার মাধ্যমে আবেদনকারীরা মাত্র পাঁচ কর্মদিবসে ভিসা পেতে পারেন।
তবে দ্রুত ভিসা পেতে হলে, সাধারণ ফি’র পাশাপাশি অতিরিক্ত ৫০০ পাউন্ড পরিশোধ করতে হবে। ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিস্তারিত তথ্য যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে পাওয়া যাবে।
কানাডায় এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু
প্রথমবারের মতো কানাডায় বাংলাদেশি প্রবাসীদের জন্য চালু হলো ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা। সম্প্রতি অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, “প্রবাসে বসবাসকারী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা গণতান্ত্রিক অংশগ্রহণের অংশ। তারা রেমিট্যান্স ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”
উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার কয়েকজন প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেওয়া হয়। শুধু অটোয়ায় নয়, টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকেও এই সেবা পাওয়া যাবে।
প্রবাসীদের জন্য নতুন দিগন্ত
যুক্তরাজ্যে অগ্রাধিকার ভিসা চালু এবং কানাডায় এনআইডি ও ভোটার সেবা—এই দুটি উদ্যোগ প্রবাসীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এসব পদক্ষেপ প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।