গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র দুই দিনের মাথায় পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জেনিন শহরে যুদ্ধবিমান ও সাঁজোয়া যান ব্যবহার করে চালানো এই হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযানকে ‘আয়রন ওয়াল’ নাম দিয়েছেন। তিনি জানান, “সন্ত্রাসবাদের মূল উৎপাটনই এই অভিযানের লক্ষ্য।” তবে ফিলিস্তিনি সংগঠন হামাস এবং আন্তর্জাতিক মহল এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে এক কিশোরসহ নয়জন পুরুষ রয়েছেন। জেনিন শরণার্থী শিবিরে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হামাস জনগণকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার কথা বলেছে।