রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। দুর্ঘটনায় প্রাণ হারানো দুই শিক্ষার্থী নাহিদ ও জনু ইসলাম ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান। গতকাল বুধবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী নাবিল পরিবহণের একটি বাস কলোনিপাড়া মোড়ে পৌঁছালে এটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই নাহিদ মারা যান, পরে চিকিৎসাধীন অবস্থায় জনু ইসলাম ও অটোরিকশা চালক রবিউল ইসলামও মৃত্যুবরণ করেন। আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে তবে বাসটি জব্দ করা হয়েছে।