Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রফিকুল ইসলামের নিকট জিম্মি ঠিকাদার

জিম্মি
ডেস্ক সংবাদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলীর রফিকুল ইসলাম অপকৌশলের নিকট জিম্মি ঠিকাদাররা, দিনভর অফিসে বাকবিতন্ডা এক পর্যায়ে অফিস ঘেরাও করে অপসারণ দাবী ঠিকাদারা। প্রকৌশলী অফিসার রফিকুল ইসলাম বিরুদ্ধে কথা বলেইএবং অনৈতিক সুবিধা না পেলেই ঠিকাদারদের হতে হয় নানান হেনেস্তার শিকার। ঠিকাদারদের অভিযোগের অন্তনেই প্রকৌশলীর রফিকুল ইসলামের বিরুদ্ধে।

রবিবার ১০ই নভেম্বর দুপুরে হঠাৎ গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী অফিস কার্যালয়ের সামনে ঠিকাদারদের তোপের মুখে পড়েন উপজেলা প্রকৌশলী অফিসার রফিকুল ইসলাম। গোয়াইনঘাট উপজেলা কমপ্লেক্সে বিভিন্ন অফিসে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মরত প্রতিনিধিরা নিজেদের কাজ করছিলেন এমন সময় উপজেলা প্রকৌশলী অফিসার রফিকুল ইসলামে কক্ষের সামনে গণ্ডগোল খবরে উপস্থিত হলে টিকাদার সুজন মিয়া ও লোকমান চেয়ারম্যান উপস্থিত সাংবাদিকদের সামনে প্রকৌশলীর বিরুদ্ধে নানা রকম অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন তারা। টিকাদার সুজন মিয়া বলেন উপজেলা প্রকৌশলী দীর্ঘদিন থেকে টিকাদার ও সাইড টিকাদারদের সাথে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। উনার বিরুদ্ধে পাহাড় পরিমান অভিযোগ রয়েছে এবং তিন থেকে চার বার প্রকৌশলীর রফিকুল ইসলামের বদলী হলেও কোন এক অদৃশ্য শক্তির কারণে বহাল তবিয়তে আছেন গোয়াইনঘাটে। তিনি তার মনগড়ামতো কাজও করে থাকেন। টিকাদার সুজন মিয়া আরো বলেন আমরা প্রকৌশলী অফিসার রফিকুল ইসলামের প্রত্যাহার চাই এবং একজন দক্ষ ইন্জিনিয়ার চাই।

এসময় উপস্থিত টিকাদার লোকমান চেয়ারম্যান বলেন প্রকৌশলীর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে আমরা টিকাদাররা প্রকৌশলী অফিসার রফিকুল ইসলামএর কাছে জিম্মি আছি। ভালো ভালো সাইড ইন্জিনিয়াররা এখানে এসে টিকে থাকতে পারে না বদলী হয়ে যায় কারণ প্রকৌশলী অফিসার রফিকুল ইসলাম মনমত চলতে হবে ও অনৈতিক সুবিধা দিতে হবে না হয় বদলি তদবির করেন তিনি। নতুন ইন্জিনিয়ারদেক দিয়ে কাজ করে ঘুরান এবং নিজে কমিশন নেন। ঠিকাদারদের কাছ থেকে অনৈতিক সুবিধা বা কমিশন নাপেলেই কাজ শেষে বিল নিয়ে অযথা ঘুরাঘুরি করেন তিনি,তুলেন কাজের অনিয়মে অযুহাত । আমরা এ থেকে মুক্তি চাই।

প্রকৌশল অফিসের একজন নাম প্রকাশ না করা শর্তে বলেন প্রকৌশলী রফিকুল স্যার প্রতিদন সিলেট থেকে রিজার্ভ সিএনজি নিয়ে অফিস করেন যার ভাড়া দৈনিক এক হাজার টাকা। প্রতি মাসে গড়ে ২০/২২দিন অফিস করতে হয়। তিনি অনৈতিক সুবিধা না পেলে চলেন কি করে।

পরবর্তীতে এ বিষয়ে প্রকৌশলী রফিকুল ইসলামের মঠোফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ করে উক্ত বিষয়ে বক্তব্য চাইলে ফোন কেটে দেন।

উক্ত বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহি অফিসার তৌহিদুল ইসলাম বলেন লিখিত অভিযোগ পেলে যাচাই বাঁচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_29
সময়মতো কর না দিলে £১,৬০০ পর্যন্ত জরিমানা ও সুদ – যুক্তরাজ্যে HMRC কড়া হুঁশিয়ারি
সময়মতো কর না দিলে £১,৬০০ পর্যন্ত জরিমানা ও সুদ – যুক্তরাজ্যে HMRC কড়া হুঁশিয়ারি
Screenshot_27
যুক্তরাজ্যে হাই স্ট্রিটে নতুন উদ্যোম: ক্যাফে ও বারের অনুমোদন প্রক্রিয়া সহজ করছে সরকার
যুক্তরাজ্যে হাই স্ট্রিটে নতুন উদ্যোম: ক্যাফে ও বারের অনুমোদন প্রক্রিয়া সহজ করছে সরকার
Screenshot_26
যুক্তরাজ্যে শরিয়াহ আইনভিত্তিক চাকরির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক
যুক্তরাজ্যে শরিয়াহ আইনভিত্তিক চাকরির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক
Screenshot_25
যুক্তরাজ্যে ফুটপাথে ডাস্টবিন ফেলে রাখলে £৮০ পর্যন্ত জরিমানা
যুক্তরাজ্যে ফুটপাথে ডাস্টবিন ফেলে রাখলে £৮০ পর্যন্ত জরিমানা
New Project
নকল হালাল মাংস বিক্রির দায়ে একজনের কারাদণ্ড
নকল হালাল মাংস বিক্রির দায়ে একজনের কারাদণ্ড
Screenshot_23
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে প্রতীকী ক্লাস
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে প্রতীকী ক্লাস

সম্পর্কিত খবর