Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণসভা ও নির্বাচন সম্পন্ন

ডেস্ক সংবাদ

রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণসভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ৯ ই ফ্রেব্রুয়ারী,রোববার কেমডেনের সমার্সটাউন ইউথ সেন্টারে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হান্নান তরফদার। সাধারণ সম্পাদক রুহুল ইসলাম দুদুর পরিচালনায় ও শাহ চেরাগ আলীর কন্ঠে পবিএ কোরআন তেলাওয়াতের মধ্যো দিয়ে সূচিত এ সভায় বিগত টার্মের কার্য্ক্রম এর উপর রিপোর্ট পেশ করেন সাবেক সভাপতি ও সেক্রেটারি । সংগঠনের কার্য্যক্রম ও একাউন্টসের বিস্তারিত বিবরণ প্রদান করেন সাবেক ট্রেজারার ।
আর্তমানবতার কল্যানে কাজ করে যাওয়া এ সংঘঠনটি বিগত দিনগুলোতে নানাবিধ জনকল্যান মূলক কাজের পাশাপাশি বিলেতের স্হানীয় পর্যায়ে বিশেষ ভূমিকা রাখা মানুষদের মূল্যায়ন করে আসছে উল্লেখ করে সাবেক সভাপতি ও সেক্রেটারী এর ধারাবাহিকতা বজায় রাখতে নতুন কমিটির সকলের প্রতি আহ্ববান জানান ।


বিলেতের বিভিন্ন শহর থেকে আগত সংঘটনের সদস্যদের সরব উপস্হিতিতে সৌহার্দ পূর্ণ এ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক সভাপতি আতাউর রহমান কুটি ফাউন্ডিং সভাপতি সাঈদুর রহমান রেনু ,এডভাইজারী বোর্ডের প্রসিডেন্ট এম মান্নান। বক্তারা সংঘঠনের শুরু থেকে এ পর্র্যন্ত বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রসংশা করে সম্প্রতি সংঘটনের কয়েকজন সদস্য পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে স্মৃতীচারন করেন।
পরে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। এতে নির্বাচন কমিশনার হিসাবে উপস্তিত ছিলেন, কেমডেনের মেয়র সমতা খাতুন ও বিসিএস সাবেক প্রসিডেন্ট এন এ মুনিম।
সংক্ষিপ্ত বক্তব্য কেমডেনের মেয়র সমতা খাতুন বলেন , স্হানীয় কমিউনিটির বিভিন্ন ধরনের কার্যক্রম সহ দেশের বিভিন্ন আর্তসামাজিক কার্যকলাপে এ সংঘটনটি চমৎকার ভূমিকা রাখছে। স্হানীয়ভাবে যে কোন কার্যক্রমে আমার সহযোগীতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।


বিসিএস সাবেক প্রসিডেন্ট এন এ মুনিম বলেন, বাংলাদেশ ইতিহাস ঐতিহ্যকে লালন করে আমাদের সকল সংঘটন গুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী প্রজন্মকে সাথে নিয়ে এ সংঘঠনকে এগিয়ে নিতে তিনি আহ্বান জানান।
’দ্বি-বার্ষিক সম্মেলনের শেষ পর্যায়ে নির্বাচন কমিশনার এম এ মুনিম নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে ময়নুল ইসলাম, সেক্রেটারী আব্দুল মুকিত ফারুক ও ট্রেজারার ইকবাল হোসেন সাচ্চুর নাম ঘোষনা করেন ।
সংঘঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোতে সকলের সহযোগীতা নিয়ে সংঘঠনের কার্যক্রমকে আরো বেগবান করার প্রত্যয় ব্যাক্ত করেছেন নতুন কমিটির সভাপতি, সেক্রেটারী ও ট্রেজারার। ৫৯ সদস্য বিশিস্ট নতুন কমিটির বাকী সদস্যদের নাম আগামী ইসি মিটিং এ ঘোষনা করা হবে বলে জানানো হয় ।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_5
যুক্তরাজ্যে ডেলিভারুতে অবৈধভাবে কাজ: অভিবাসীকে মাত্র £২৬ জরিমানা
যুক্তরাজ্যে ডেলিভারুতে অবৈধভাবে কাজ: অভিবাসীকে মাত্র £২৬ জরিমানা
Screenshot_4
যুক্তরাজ্যে এম২৫ মোটরওয়েতে লরিতে আগুন, যান চলাচলে বিপর্যয়
যুক্তরাজ্যে এম২৫ মোটরওয়েতে লরিতে আগুন, যান চলাচলে বিপর্যয়
received_1973123996850326
‘জনগণের হক আদায় ও দ্বীনের রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যেই নির্বাচন করতে চাই’
‘জনগণের হক আদায় ও দ্বীনের রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যেই নির্বাচন করতে চাই’
1755002261-610624d169cfed9f0e345e1457f04011
আত্মহত্যার স্ট্যাটাসের পর নতুন সিদ্ধান্ত হিরো আলমের
আত্মহত্যার স্ট্যাটাসের পর নতুন সিদ্ধান্ত হিরো আলমের
sw_58.1755061043
ছিনতাই রুখতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
ছিনতাই রুখতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
sada-pathor-20250812173905
কোথায় গেল ভোলাগঞ্জের সাদা পাথর?
কোথায় গেল ভোলাগঞ্জের সাদা পাথর?

সম্পর্কিত খবর