রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আজ বুধবার (২৬ জুন) বিকেল সাড়ে চারটার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল।
গত শনিবার সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে তার মাথায় গুরুতর জখম হয়। ঘটনার দিনই তার মাথায় অস্ত্রোপচার করা হলেও অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেলে তিনি মারা যান।
বাবুলের মৃত্যুর প্রতিবাদে আজ বিকেলে তার সমর্থকরা বাঘা পৌরসভা কার্যালয়ের সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঘার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান ও মেয়রের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গত ২২ জুন সংঘর্ষে ৩০ জন আহত হন। তাদের মধ্যে আশরাফুল ইসলাম বাবুল ছিলেন গুরুতর। সংঘর্ষের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। বাঘা থানার ওসি আমিনুল ইসলাম জানান, এই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। ইতোমধ্যে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।