রাজ রিপার গ্ল্যামারাস লুকে “ময়না”র ফার্স্ট লুক পোস্টার উন্মোচিত
ভালোবাসা দিবসের বিশেষ উপহার হিসেবে দর্শকদের জন্য আসছে সিনেমা ‘ময়না’। দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত এই সিনেমাটি অবশেষে মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে। এতে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটছে আলোচিত চিত্রনায়িকা রাজ রিপার। সিনেমাটি পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ।
সোমবার (১৩ জানুয়ারি) প্রকাশিত হয়েছে ‘ময়না’র ফার্স্ট লুক পোস্টার। এতে নবাগত রাজ রিপাকে গ্ল্যামারাস ও আবেদনময়ী রূপে দেখা গেছে। পোস্টারে তার সঙ্গে রয়েছেন অভিনেতা আমান রেজা। সিনেমার পোস্টারটি তত্ত্বাবধান করেছেন অর্নীল হাসান রাব্বি।
‘ময়না’ ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়তে সক্ষম হয়েছে। এটি লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩-এ সেরা ফিল্ম প্রডাকশন পুরস্কার পেয়েছে। এছাড়া ইতালির কলিজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এবং ভারতের মুম্বাইয়ের গোল্ডেন জুরি চলচ্চিত্র উৎসব ২০২৩-এ সেমিফাইনালিস্ট হিসেবে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে। দক্ষিণ কোরিয়ার ২১তম ‘আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি প্রদর্শিত হয়েছে।
সিনেমার কাস্টিং তালিকাও বেশ সমৃদ্ধ। রাজ রিপা ছাড়াও এতে অভিনয় করেছেন কায়েস আরজু, আমান রেজা, আফফান মিতুল, আরেফিন জিলানী, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা এবং তাহমিনা মোনা। বিশেষ চরিত্রে দেখা যাবে শিশির সরদার, এঞ্জেলা জলি, আপন ও শিশুশিল্পী জান্নাতুল ভোরকে।
এবারের ভালোবাসা দিবসে ‘ময়না’ প্রেমের গল্পে মোড়ানো এক ভিন্নধর্মী বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে আসছে। রাজ রিপার গ্ল্যামারাস লুক, শক্তিশালী কাস্টিং এবং আন্তর্জাতিক স্বীকৃতি সিনেমাটিকে ভিন্ন মাত্রা দিচ্ছে। তরুণ নির্মাতার এই প্রচেষ্টা ঢাকাই সিনেমার দর্শকদের নতুন কিছু উপহার দেবে বলেই প্রত্যাশা।
“ময়না”র ফার্স্ট লুক পোস্টার ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। নতুন প্রজন্মের তারকা রাজ রিপা তার অভিনয়ের দক্ষতা ও ক্যারিশমার মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করতে পারবেন বলে মনে করছেন সমালোচকরা।