সারাদেশে এখনো জেঁকে বসেনি শীত। দেশের উত্তরাঞ্চলে ভোর বেলায় শীত থাকলেও বেলার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাপমাত্রা। অন্যদিকে রাজধানীতেও এখনো তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। তবে আজ শুক্রবার সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ফলে রাতে শীত কিছুটা বাড়বে।
শুক্রবার (৬ ডিসেম্বর) আবহাওয়া অফিস নিয়মিত পূর্বাভাসে জানিয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
শনিবারের (৭ ডিসেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।