সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, রামকৃষ্ণ মিশন আশ্রম ধর্ম প্রচারের পাশাপাশি মানব সেবা মূলক কাজ করে যাচ্ছে। দক্ষ মানব সম্পদ তৈরির জন্য রামকৃষ্ণ মিশন আশ্রম শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম চালু করেছে, যা প্রশংসনীয় উদ্যোগ। তিনি আশা করেন বৃত্তির পরিধি আরো সম্প্রসারিত হবে। তিনি সিলেটের ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রামকৃষ্ণ মিশন আশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা আয়োজন করার আহবান জানান।
সাবেক মেয়র গতকাল ১ মার্চ শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর মীরাবাজারস্থ আশ্রম মিলনায়তনে রামকৃষ্ণ মিশন আশ্রম আয়োজিত ৪ দিনব্যাপী শ্রীরামকৃষ্ণদেবের ১৯০তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে ১ম দিনে ‘রামকৃষ্ণ মিশনের সেবাকাজ’ বিষয়ক আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য এর সভাপতিত্বে ও অরুপ বিজয় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎস্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডাঃ কল্লোল বিজয় কর ও এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন এডভোকেট সনতু দাস।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে বৃত্তিপ্রদান করা হয়।
এর আগে শনিবার ভোর ৫টায় মঙ্গলারতি ও স্তোত্রপাঠ, সকাল ৭টায় শ্রীরামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ, গীতা ও চণ্ডীপাঠ, ৮টায় ঠাকুরের বিশেষ পূজা, হোম ও পরে মহোৎসব, সাড়ে ৯ টায় ছাতক উপজেলার ধারনবাজারের হেমেন্দ্র সূত্রধরে পরিবেশনায় যন্ত্রসঙ্গীত, সাড়ে ১০টায় নগরীর করেপাড়ার আলোকিত কথামৃত পাঠচক্রে পরিবেশনা সঙ্গীতাঞ্জলি, দুপুর ১২টায় সিলেটের দেবল দাসের পরিবেশনায় শ্রীরামকৃষ্ণ পুথি পাঠ, ২টায় বটেশ্বরের প্রদীপ দের পরিবেশনায় কালী কীর্তন, বিকাল ৪টায় শিশু কিশোরদের সঙ্গীত ও আবৃত্তি, সাড়ে ৫টায় সিলেট ললিতাকলা একাডেমীর পরিবেশনায় সঙ্গীতালেখ্য অনুষ্ঠিত হয়েছে।
শেষে রাত সাড়ে ৮টায় প্রতীক এন্দ, অনিমেষ বিজয় চৌধুরী রাজুর পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে ১ম দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়।
আজ ২য় দিন ২ মার্চ রবিবার সন্ধ্যা ৭টায় ‘জীবন গঠনে স্বামীজীর বাণী’ বিষয়ক আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। সভাপতিত্ব করবেন উপাধ্যক্ষ (অবঃ) সুষেন্দ্র কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ও গবেষক মুহিবুর রহমান কিরন। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিকাশ রঞ্জন বিশ্বাস ও অধ্যাপক পার্থ সারথী নাগ।