Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

রিশি সুনাকের বিদায়ী সম্মাননা তালিকা প্রকাশ – কারা পেলেন পদক ও উপাধি?

ডেস্ক সংবাদ

রিশি সুনাকের বিদায়ী সম্মাননা তালিকা প্রকাশ – কারা পেলেন পদক ও উপাধি?

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী রিশি সুনাক সম্প্রতি তার বিদায়ী সম্মাননা তালিকা প্রকাশ করেছেন। এই তালিকায় রয়েছেন মোট ৩৬ জন। তাদের মধ্যে অধিকাংশই কনজারভেটিভ পার্টির সাবেক মন্ত্রী, উপদেষ্টা, ও ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এমন ব্যক্তিরা।

রিশি সুনাকের বিদায়ী তালিকায় যাদের সম্মাননা দেওয়া হয়েছে, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন এবং ব্রিটিশ রাজনীতিতে ভূমিকা রেখেছেন। কেউ কেউ আবার রাজনীতি ছাড়াও খেলাধুলা ও চলচ্চিত্র জগতেও পরিচিত।

যাঁরা পেয়েছেন ‘পিয়ারেজ’ (লর্ডস হাউসে সদস্যপদ):

মাইকেল গোভ: চারজন প্রধানমন্ত্রীর অধীনে শিক্ষা, আবাসন ও বিচার বিভাগে কাজ করেছেন। এখন ‘স্পেকটেটর’ ম্যাগাজিনের সম্পাদক।

মার্ক হারপার: সাবেক পরিবহন সচিব ও কনজারভেটিভ দলের হুইপ।

সাইমন হার্ট: রিশি সুনাকের চিফ হুইপ এবং বরিস জনসনের ওয়েলস সচিব ছিলেন।

ভিক্টোরিয়া প্রেনটিস: অ্যাটর্নি জেনারেল ছিলেন, সাথে ছোট মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন।

‘নাইটহুড’ ও ‘ডেমহুড’ যাঁরা পেয়েছেন:

জেমস অ্যান্ডারসন: ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি ক্রিকেটার।

জেমস ক্লেভারলি, জেরেমি হান্ট, গ্রান্ট শ্যাপস: সাবেক বিদেশ, অর্থ, ও প্রতিরক্ষা মন্ত্রী।

থেরেসা ভিলিয়ার্স: ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ আন্দোলনের একজন পুরোনো সমর্থক এবং সাবেক গ্রামীণ ও উত্তর আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী।

অফিসার ও সদস্য পদকপ্রাপ্তরা হলেন:
এছাড়াও, যারা ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে রিশি সুনাকের সঙ্গে কাজ করেছেন—যেমন তার উপদেষ্টা, বক্তৃতা লেখক, নীতিনির্ধারক, এমনকি তার বাসভবনের হাউজকিপার ও ইভেন্ট ম্যানেজাররাও এই সম্মাননায় অন্তর্ভুক্ত হয়েছেন।

আরও উল্লেখযোগ্য কিছু নাম:

ম্যাথিউ ভন: ‘কিংসম্যান’ ও ‘এক্স-মেন’ সিনেমার পরিচালক।

জন বিউ: তিনজন প্রধানমন্ত্রীকে পররাষ্ট্রনীতি বিষয়ে পরামর্শ দিয়েছেন।

জেমি নজোকু-গুডউইন: একাধিক কনজারভেটিভ মন্ত্রীর সঙ্গে কাজ করেছেন।

রবার্ট ট্রটার: সুনাকের সাবেক ভাষণ লেখক।

ডেভিড ম্যাককর্মিক ও এমা প্যাটারসন: প্রধানমন্ত্রী বাসভবন চেকার্সের ব্যবস্থাপনা ও পরিষেবা কাজে নিয়োজিত ছিলেন।

রিশি সুনাক নিজে একজন ক্রিকেটপ্রেমী, তাই ক্রিকেটার জেমস অ্যান্ডারসনের সম্মাননা পাওয়া বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।

সুনাকের এই বিদায়ী সম্মাননা তালিকা অনেক বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে, তবে এতে তার ঘনিষ্ঠদের প্রতি কৃতজ্ঞতা ও দীর্ঘ রাজনৈতিক পথচলার অনেক সঙ্গীর প্রতি সম্মান প্রকাশ পেয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

304fa7e1509b6063d878a386dd2753b747f568c789febc47
‘গ্রিণ সিগন্যাল’ পেতে যুক্তরাজ্যমুখী সিলেট বিএনপি নেতারা
‘গ্রিণ সিগন্যাল’ পেতে যুক্তরাজ্যমুখী সিলেট বিএনপি নেতারা
163863
এক বোনকে বাঁচাতে পুকুরে নামে আরও দুইজন, একসাথে ডুবে মৃত্যু তিন শিশুর
এক বোনকে বাঁচাতে পুকুরে নামে আরও দুইজন, একসাথে ডুবে মৃত্যু তিন শিশুর
163873
চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন কালনী এক্সপ্রেসের তিন বগি
চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন কালনী এক্সপ্রেসের তিন বগি
1f27fd307a5351d01f3c2949fa0a0243bea02010fae3437c
নেশার টাকা না পেয়ে মামাকে কুপিয়ে হত্যা করলো ভাগ্নে
নেশার টাকা না পেয়ে মামাকে কুপিয়ে হত্যা করলো ভাগ্নে
ac4568079c34b8e69b4b4c37c3eb47eb93253807fa3a89b2
নারীর গলা কেটে হত্যার পর ঘরে গোসল করে পালাল দুর্বৃত্তরা
নারীর গলা কেটে হত্যার পর ঘরে গোসল করে পালাল দুর্বৃত্তরা
Screenshot_1
নেপালের পর এবার ভারতের তরুণদের বিক্ষোভ
নেপালের পর এবার ভারতের তরুণদের বিক্ষোভ

সম্পর্কিত খবর