Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রেগে গিয়ে আইনি পদক্ষেপের কথা জানালেন শ্রাবন্তী

ডেস্ক সংবাদ

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করার পর থেকে আলোচনায় টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ওই ছবি আপলোডের পরই অভিনেতা জিতু কমলকে জড়িয়ে প্রেমের সম্পর্কের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে শ্রাবন্তীর। এতে সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ছিল মহা শিবরাত্রি। এ দিনে ধর্মীয় রীতি মেনে উপবাস ছিলেন শ্রাবন্তী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সনাতন ধর্মের দেবতা শিব আরাধনার একটি ভিডিও আপলোড করেন অভিনেত্রী। সবই ঠিক ছিল। তবে জৈটিলতা তৈরি করে ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবি।
ওই দিন ইনস্টাগ্রামে শ্রাবন্তী একটি শিবের ছবি পোস্ট করেন। তবে সে শিবের মুখ ছিল অবিকল অভিনেতা জিতু কমলের মতো। এআই প্রযুক্তি দিয়ে শিবরূপী জিতুর ছবি শেয়ারের পরই নতুন করে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে শুরু হয় আলোচনা। বিভিন্ন সংবাদমাধ্যমে শ্রাবন্তীর সঙ্গে জিতুকে জড়িয়ে প্রকাশিত হয় একাধিক খবর।
এ বিষয়টি ভালো ভাবে নেননি অভিনেত্রী। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন শ্রাবন্তী। ইংরেজিতে লেখা শ্রাবন্তীর সে স্ট্যাটাসের বাংলা অর্থ দাঁড়ায় অনেকটা এ রকম:
গতকাল আমি আমার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে শিব রাত্রির গল্পে একটি ছবি পোস্ট করেছি। এই পোস্টের ভিত্তিতে নিউজ পোর্টালগুলো আমার একজন সহ-অভিনেতার সাথে আমাকে যুক্ত করেছে। এটা এক ধরনের ধর্ম নিন্দা। আমি এই ধরনের ফালতু, অসংবেদনশীল এবং ভিত্তিহীন অনুমানমূলক প্রতিবেদনের জন্য অত্যন্ত ক্ষুব্ধ।
শ্রাবন্তী আরও লেখেন,
এখানে সাংবাদিকরা সত্যতা যাচাইয়ে কোনো মাথা ঘামায়নি। অনেক হয়েছে। এগুলো এখনই বন্ধ করা দরকার। তা না হলে বিষয়টি গুরুতর আইনি পর্যায়ে এগোবে।
টালিপাড়ায় দীর্ঘদিন ধরেই জিতু ও শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন চলছে। ধারণা করা হয়, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নবনীতা দাসের সঙ্গে জিতু কমলের বিবাহ বিচ্ছেদের কারণে রয়েছে টালিউড অভিনেত্রী শ্রাবন্তীর যোগসূত্র। যদিও বিচ্ছেদের পর নবনীতা সংবাদমাধ্যমে জানান, জিতু ও তার বিচ্ছেদের কারণ হিসেবে তৃতীয় পক্ষ হিসেবে কেউ নেই।

 

Print
Email

সর্বশেষ সংবাদ

IMG-20250818-WA0003
শমশেরনগর হাসপাতাল-এ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প
শমশেরনগর হাসপাতাল-এ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প
Amardesh_DJ_PArty_NCP
আ.লীগ কার্যালয়ে এনসিপির ডিজে পার্টিতে ‘জয় বাংলা, গান
আ.লীগ কার্যালয়ে এনসিপির ডিজে পার্টিতে ‘জয় বাংলা, গান
Dirver-Lincne
চলতি বছর আর ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হবে না, ই-লাইসেন্স চালু থাকবে
চলতি বছর আর ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হবে না, ই-লাইসেন্স চালু থাকবে
Amar_desh-_Sada_pathor (1)
সিলেটে সাদা পাথর লুট: ৫ জন আটক, ২ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা
সিলেটে সাদা পাথর লুট: ৫ জন আটক, ২ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা
IMG-20250815-WA0003-3e5abb47af2efc5dfd6726c6fafc3aa4
এ-লেভেল পরীক্ষায় ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থীদের দারুণ সাফল্য
এ-লেভেল পরীক্ষায় ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থীদের দারুণ সাফল্য
WhatsApp-Image-2025-08-15-at-17.31.43_f0786577
ভারত ও ফিলিপাইনের তুলনায় বেশি দুর্দশায় ব্রিটিশ শ্রমিকরা
ভারত ও ফিলিপাইনের তুলনায় বেশি দুর্দশায় ব্রিটিশ শ্রমিকরা

সম্পর্কিত খবর