Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শিরোনাম:

রেলওয়ে সিলেট শাখার নবনির্মিত ভবনের উদ্বোধন

বাংলাদেশ রেলওয়ে
ডেস্ক সংবাদ

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী, সিলেট শাখার কার্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নবনির্মিত কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে অতিথিবৃন্দ নবনির্মিত কার্যালয়ে পতাকা উত্তোলন ও ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর আয়োজিত আলোচনা সভা বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী, সিলেট শাখার সম্পাদক মো: আতিকুর রহমানের সঞ্চালনায় এবং অত্র শাখার সভাপতি জনাব কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো: সাইদুর রহমান, কেন্দ্রীয় নেতা মির্জা মো: শাহেদ আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবিএম শফিকুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, কেন্দ্রীয় সহ-সম্পাদক দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ওমর ফারুক, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় সহ-ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম তালুকদার, ঢাকা শাখার সভাপতি মো: শরীফুল ইসলাম, সম্পাদক সাইদুর রহমান,রেল শ্রমিকলীগ সিলেট শাখার সম্পাদক শহিদুল হক ।
আলোচনা সভার শুরুতেই পবিত্রে কোরআন থেকে তেলাওয়াত করেন রেলওয়ে মসজিদের ইমাম এবং স্বাগত বক্তব্য রাখেন অত্র সংগঠনের কাকর্যকরি সদস্য পরিতোষ ধর পাপ্পু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সিলেট রেলওয়ের বিভিন্ন দপ্তরের উর্ধতন প্রকৌশলীবৃন্দ,সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার,স্টেশন মাস্টার, সি.আই /আরএনবি,রেলওয়ে থানার কর্মকর্তাগন,গার্ড কাউন্সিলের নেত্তৃবৃন্দ, বিভিন্ন শাখা থেকে আগত নেতৃবৃন্দ,রেলওয়ের বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ,সহ অন্যান্যরা ।
সভায় বক্তারা বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট ও কুলাউড়া শাখার উদ্যোগে রেলপথ সচিবের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৩০ অক্টোবরের মধ্যে ২০২২ সালে নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমূলক ১২ ও ১৩ নং শর্ত বাতিল এবং রানিং স্টাফদের ‘পার্ট অব পে’ রানিং এলাউন্স যোগে পেনশন ও আনুতোষিক প্রদানে অর্থ মন্ত্রনালয়ের সকল অস্মতি প্রত্যাহার করে রেলওয়ের প্রচলিত কোড ও বিধি বিধানের আলোকে আদেশ জারির দাবি জানান বক্তারা।

Print
Email

সম্পর্কিত খবর

শাবিপ্রবিতে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পুলিশে যেন আর রাজনৈতিক কুপ্রভাবে না পড়ে: সিলেটে আইজিপি
সিলেটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হবে হারিছ চৌধুরীর লাশ
সিলেট গ্যাস ক্ষেত্রে বেতন-ভাতার বৈষম্য খুঁজে পেয়েছে দুদক
বিয়ানীবাজারে আ.লীগ নেতা আশরাফুল গ্রেপ্তার
সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৩
শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়
জাফলংয়ের পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
জীবনমুখী ছড়ায় ভরপুর "জীবন-ছড়া"
কারাগার থেকে ব্যারিস্টার সুমন চিঠি