লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জোবায়ের বলেছেন, প্রবাসীদের সকল সমস্যা সমাধানে দ্রুত ওয়ান ষ্টপ সার্ভিস চালু করে দেশের আর্থ সামাজিক উন্নয়নের স্বার্থে রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের আরো বেশি সম্পৃক্ত করতে হবে। বৃহস্পতিবার, সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধুরী মিলনায়তনে লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিনিধি দলের সাথে সিলেট প্রেসক্লাব সদস্যদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।
এসময় তিনি আরো বলেন, সিলেট প্রেসক্লাব এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের ঐক্যের বিকল্প নেই, তাই সিলেট বাসীর বিভিন্ন অধিকার আদায়ের জন্য সবাই একত্রে কাজ করতে হবে।
যুক্তরাজ্যের লন্ডন সিটির কারনে সিলেটের মান মর্যাদার বিশ্বের দরবারে উজ্জ্বল হয়েছে দাবি করে, প্রবাসীদের ব্যাপারে সবাইকে সুনজর রাখার আহবান জানান এই সাংবাদিক নেতা।
সভায় সিলেট প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ইকরামুল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি বিশিষ্ট সাংবাদিক মুহিব চৌধুরী,লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বরেণ্য লেখক ও সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সাবেক সভাপতি সাংবাদিক এমদাদুল হক চৌধুরী, অর্গানাইজিং সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক আকরামুল হোসাইন, লন্ডন বাংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন কয়েস এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ইকবাল সিদ্দিকী।
এসময় বক্তারা বলেছেন, লন্ডন বাংলা প্রেসক্লাব একটি মানবিক সংগঠন। দেশের অসহায়, দুস্থ এবং পীড়িত মানুষের সেবায় এই সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আগামীতে সিলেটের সাংবাদিকদের কল্যানে ও ঐতিহ্যবাহী এই সংগঠনটি কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
তারা আরো বলেন, সিলেটের সকল দাবি দাওয়া এবং অধিকার আদায়ে দুই দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। সভা শেষে লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জোবায়ের,প্রতিষ্ঠাকালীন সভাপতি মুহিব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, সাবেক সভাপতি এমদাদুল হক চৌধুরী, অর্গানাইজিং সেক্রেটারি আকরামুল হোসাইন ও কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন কয়েসকে সম্মাননা প্রদান করা হয়।
প্রবাসী সাংবাদিকবৃন্দের আগমনে বেশ উচ্ছসিত কন্ঠে বক্তব্য রাখেন সিলেটে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।