Uk Bangla Live News

শপথ অনুষ্ঠানে সি চিন পিংকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

ডেস্ক সংবাদ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে আমন্ত্রণ জানিয়েছেন।
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। তিনি আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
ট্রাম্পের ক্ষমতাগ্রহণ-সংক্রান্ত প্রস্তুতি দলের মুখপাত্র ক্যারোলিন লেভিত গতকাল বৃহস্পতিবার ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেন। এ সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়, ট্রাম্পের আমন্ত্রণে সি চিন পিং সাড়া দিয়েছেন কি না? জবাবে ক্যারোলিন বলেন, বিষয়টি নির্ধারিত হবে।
চীনা প্রেসিডেন্ট ছাড়াও অন্যান্য বিশ্বনেতাকে ট্রাম্প তাঁর শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু তাঁদের কারও নাম নির্দিষ্ট করে বলেননি ক্যারোলিন।
শপথ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে ক্যারোলিন বলেন, এটা একটা উদাহরণ। ট্রাম্প এমন দেশগুলোর নেতাদের সঙ্গে একটি খোলামেলা আলোচনার পথ তৈরি করছেন, যেগুলো শুধু যুক্তরাষ্ট্রের মিত্র নয়, প্রতিপক্ষ-প্রতিযোগীও। ট্রাম্প যে কারও সঙ্গে কথা বলতে ইচ্ছুক। তবে তিনি সব সময় যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে রাখবেন।
ট্রাম্পের আমন্ত্রণের বিষয়ে প্রতিক্রিয়া জানতে রয়টার্সের পক্ষ থেকে ওয়াশিংটনে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু চীনা দূতাবাস কোনো প্রতিক্রিয়া জানায়নি।
৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পরপরই তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। বার্তায় চীনের প্রেসিডেন্ট বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক স্থিতিশীল, স্বাস্থ্যকর ও টেকসই করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
এদিকে ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন পর্যন্ত আমন্ত্রণ পাননি বলে গতকাল নিশ্চিত করেছে ক্রেমলিন।

Print
Email

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩; বাইডেনের নিন্দা
ট্রাম্পের অভিষেক তহবিলে ১০ লাখ ডলার অনুদান অ্যামাজনের
শপথ অনুষ্ঠানে সি চিন পিংকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প
টাইমের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প
এক দিনে ১৫শ' জনের সাজা কমালেন বাইডেন
মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সেনাসহ জেনারেল আটক
সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএসের মিছিল
সিরিয়া এখন স্বৈরাচার আসাদ মুক্ত: বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস
দামেস্ক ছেড়ে পালালেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ