যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি আমেরিকার নতুন স্বর্ণযুগের সূচনা ঘোষণা করেন।
সোমবার (২০ জানুয়ারি) শপথ অনুষ্ঠানে তিনি দেশকে সম্মানজনক অবস্থানে উন্নীত করার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো ও সীমান্তে নিরাপত্তা জোরদার করতে পদক্ষেপ নেবেন।
শপথ অনুষ্ঠানে বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতারাও উপস্থিত ছিলেন।