বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নিপুণের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি দিয়েছেন। ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনের সময় তিনি নিজেকে সাবেক সাধারণ সম্পাদক উল্লেখ করে একটি বিবৃতি দেন, যা পরদিন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
শিল্পী সমিতির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নিপুণ তা উপেক্ষা করেন। ফলে তাকে সমিতি থেকে বহিষ্কার করা হয়।