আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩ জুন সকাল ১০টায় হাজির হতে নোটিশ জারি করেছে। সোমবার (২৬ মে) এ তথ্য জানায় ট্রাইব্যুনাল সূত্র।
এর আগে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, শেখ হাসিনাসহ দুজনকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের কয়েক ঘণ্টা আগে রাজধানীর চানখারপুলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ১০ম শ্রেণির শিক্ষার্থী আনাসসহ ৬ জন নিহত হন। এই ঘটনায় শেখ হাসিনা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।
প্রসিকিউটর দাবি করেন, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমানের সরাসরি নির্দেশেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়, যার বাস্তবায়নে ছিলেন আরও কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা। প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।