সিলেট সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট, ডিপ্লোমা ইন কমার্স ৯৯ ব্যাচের সহপাঠীদের ভালোবাসায় সিক্ত হলেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি ও সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো: খালেদ হোসেন।
শুক্রবার রাতে নগরীর কদম তলীস্হ একটি অভিজাত হোটেলে সিলেট সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট, ডিপ্লোমা ইন কমার্স ৯৯ ব্যাচের সহপাঠীদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এডভোকেট খালেদ হোসেনকে সংবর্ধিত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী সহকারী অধ্যাপক খয়ের আহমদ।
৯৯ ব্যাচ শিক্ষার্থী রিকন পালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন এডভোকেট খালেদ হোসেন।
বক্তব্য রাখেন ৯৯ ব্যাচ শিক্ষার্থী বিশিষ্ট রাজনীতিবিদ ফখরুল ইসলাম রুমেল,দিলওয়ার হোসেন রানা,সমাজসেবী কাজী মিজান,শহীদ আহমদ,সুধাংশু দেব নাথ,সাংবাদিক এস এ শফি,তারেক আহমদ, মুক্তাদির আলম এপলু,জুবের আহমদ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে সংবর্ধিত এডভোকেট খালেদ হোসেনকে ব্যাচের সহপাঠীদের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।