ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গত ১৯ জুলাই সিলেট মহানগরের বন্দরবাজারে কালেক্টরেট মসজিদের পাশে পুলিশের গুলিতে নিহত সাংবাদকি এটিএম তুরাব হত্যা মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহাকে গ্রেফতার পর আদালতে তোলা হলে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন এ রিমান্ডের আদেশ দেন।
এর আগে রবিবার (১৭ নভেম্বর) রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয় তুরাব হত্যা মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহাকে।
আদালত সূত্রে জানা যায়, তুরাব হত্যা মামলার অনত্যম আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহার ৭ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে সিলেটে পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম (সেবা) জানান, গ্রেফতার পুলিশ কনস্টেবল ডিএমপিতে কর্মরত ছিলেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।