Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সাকিবই ওয়ানডে দলের নতুন অধিনায়ক

ডেস্ক সংবাদ

সম্প্রতি তামিম ইকবালের ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর বাংলাদেশ ক্রিকেটে সৃষ্টি হয়েছে নীরবতা। সামনে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ, আর এরই মধ্যে বাংলাদেশের সফল অধিনায়কের অবসর নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। নতুন অধিনায়ক কে হবেন, এ প্রশ্নটা ঘুরছিল ক্রিকেট মহলে। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিব আল হাসানকে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে।

আজ (১১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের নাম ঘোষণা করেন। তিনি বলেন, “সাকিবের দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। কিছুদিন আগে আমার মনে হয়েছিল, সে কি ক্রিকেটে এতটা সিরিয়াস, কিন্তু গত এক বছরে তার খেলা দেখে মনে হচ্ছে, দলে তার মতো সিরিয়াস কেউ নেই। এখন সাকিবের পুরো মনোযোগ ক্রিকেটে, এবং এটি আমাদের জন্য বড় লাভ।”

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০১৯ বিশ্বকাপে তার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স উপহার দেন। ওই আসরে তিনি ব্যাট হাতে ৬০৬ রান এবং বল হাতে ১১ উইকেট নেন। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অসাধারণ দুটি সেঞ্চুরি এবং আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার মাধ্যমে তিনি নিজের প্রতিভা আরও প্রমাণ করেছেন।

২০১১ বিশ্বকাপে সাকিব বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে তার অধিনায়কত্বে বাংলাদেশ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং ইংল্যান্ডকে পরাজিত করে। ২০০৯ সালে প্রথমবারের মতো সাকিব জাতীয় দলের অধিনায়কত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে বাংলাদেশ ৫০টি ওয়ানডে ম্যাচে খেলেছে, যেখানে ২৩টি ম্যাচে জয় পেয়েছে, এবং জয়ের হার ছিল ৪৬ শতাংশ।

Print
Email

সর্বশেষ সংবাদ

AMARDESH_BIMAN
শাহজালাল বিমানবন্দর থেকে ১০টি টায়ার ‘চুরি’,
শাহজালাল বিমানবন্দর থেকে ১০টি টায়ার ‘চুরি’,
d1ec6bd14659932313f88d9571363743dc7b887e63f52ea5
কাবা চত্বরে ভিড় নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা
কাবা চত্বরে ভিড় নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা
image_215449_1755764193
ফুটবল ম্যাচে সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ১০, গ্রেপ্তার ৩০০
ফুটবল ম্যাচে সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ১০, গ্রেপ্তার ৩০০
amardesh_police_monirul_ctg
ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
amardesh-habigonj
যুক্তরাজ্য প্রবাসীর সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ
যুক্তরাজ্য প্রবাসীর সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ
image
সিলেটে প্রাথমিক বিদ্যালয় থেকে ৪ রাউন্ড গুলি ও রিভলভার উদ্ধার
সিলেটে প্রাথমিক বিদ্যালয় থেকে ৪ রাউন্ড গুলি ও রিভলভার উদ্ধার

সম্পর্কিত খবর