৪৮ ঘণ্টার মধ্যেই সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হওয়ার কথা থাকলেও ১৩টি বছর পেরিয়ে গেলো, অথচ সেই ৪৮ ঘণ্টা এখনো শেষ হয়নি, আদৌকি তা শেষ হবে কিনা এমন প্রশ্ন সাংবাদিকদের।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সাগর-রুনী হত্যার বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এমন প্রশ্ন রাখেন সাংবাদিকরা।
তারা বলেন, দীর্ঘ ১৩ বছের মন্ত্রী পাল্টেছে, পাল্টেছে তদন্তকারী সংস্থা তবুও এখনো সাগর-রুনী হত্যার বিচারের দাবিতে আন্দোলন করতে হচ্ছে সাংবাদিকদের। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের দাবি জানান তারা।
নতুন বাংলাদেশে সাংবাদিকদের সঙ্গে কোনো ধরনের বৈষম্য চলবে না বলে হুঁশিয়ারি করেন তারা।
বলেন, দেশে সকল ঘটনার বিচার হলেও সাংবাদিকদের দীর্ঘ ১৩ বছরের যেই দাবি সেই সাগর-রুনীর হত্যাকাণ্ডের বিচার কেনো হবে না বলে আক্ষেপ প্রকাশ করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত হবে বলে প্রত্যাশা তাদের।