সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে ফের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন, আবেদনে বলা হয়েছে, আনোয়ারুজ্জামান নির্বাচনী হলফনামায় সম্পদ অর্জনের তথ্য গোপন করার পাশাপাশি টেন্ডার বাণিজ্য ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মুখে রয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি বিদেশে পলায়ন করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
এর আগে ৮ জুলাইও দুদকের আবেদন অনুসারে তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এ সংক্রান্ত মামলায় আইএফআইসি ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ও অন্যান্যদের বিরুদ্ধে ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত চলমান। আদালত এভাবে বিদেশ গমন রোধ করে তদন্তের স্বার্থ নিশ্চিত করেছেন।