Uk Bangla Live News

সাবেক সংসদ সদস্য মানিকের জামিন মঞ্জুর

ডেস্ক সংবাদ

সুনামগঞ্জ- ৫ আসনের সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর হয়েছে। অসুস্থ্য ও বয়স্ক বিবেচনায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
গেল সাত অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‌্যাবের একটি দল পাঁচ বারের সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করে। পরদিন সুনামগঞ্জ সদর থানায় আনা হয় তাকে। তিনি গেল চার আগস্টে সুনামগঞ্জ শহরের বাসস্টেশনে ছাত্র-জনতার উপর দায়ের করা মামলার তিন নম্বর আসামি ছিলেন।
গেল নয় অক্টোবর সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতের বিচারক না থাকায় তাঁকে কারাগারে প্রেরণ করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর।
পরে পুলিশ তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। গেল ২০ অক্টোবর শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার মানিকের পক্ষের আইনজীবীরা অসুস্থ্য ও বয়স্ক বিবেচনায় তাঁকে জামিন দেবার আবেদন করেন।
আইনজীবী অ্যাড. নজরুল ইসলাম ও অ্যাড. আব্দুল হামিদ জানান, মহিবুর রহমান মানিকের শারীরিকভাবে অসুস্থ। তিনি চোখে কম দেখেন। অন্যের সাহায্য ছাড়া চলতে পারেননা। আমরা আদালতকে জানিয়েছি জ্যেষ্ঠ ও বয়স্ক রাজনীতিবিদ পাঁচ বারের সাবেক এমপি মানিক চোখে দেখতে পান না। অন্যান্য রোগসুখে ভোগছেন। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।

Print
Email

সম্পর্কিত খবর

সাবেক সংসদ সদস্য মানিকের জামিন মঞ্জুর
'শুটার' আনসার ও নাঈম গ্রেপ্তার
'অবরুদ্ধ' সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি
ভারতে অনুপ্রবেশের সময় যুবক আটক
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা
বিজিবির অভিযানে ৮ কোটি ২ লক্ষ টাকার চোরাই পণ্য আটক
আন্দোলনে চা শ্রমিকরা, টনক নড়ছেনা কর্তৃপক্ষের
সিলেটের সড়কে বেড়েছে দূর্ঘটনা; একমাসে ৩৪ জনের প্রাণহানি
বাস কাউন্টার থেকে ৭০ হাজার টাকার মাদকসহ আটক-১
ফয়সল আহমদ চৌধুরীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়