সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর আদালতে মানহানির মামলা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গাজীপুর মহানগরের বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বাদী হয়ে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার আবেদন করেন।
তানভীর সিরাজ বলেন, “সাংবাদিক তুহিনকে অপরাধী চক্র নির্মমভাবে হত্যা করলেও সারজিস আলম প্রকৃত ঘটনা না জেনে বিএনপিকে জড়িয়ে ফেসবুকে মিথ্যা প্রচার চালিয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।” তিনি আরও বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে এবং তাতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জানান, মামলাটি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুন আমলে নিয়েছেন এবং তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
গত ৭ আগস্ট সারজিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন, “গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে সংবাদ করায় আনোয়ার নামে এক সাংবাদিককে ইট দিয়ে মারধর করে বিএনপি কর্মীরা। পরে সাংবাদিক তুহিনকে রাতের বেলায় চৌরাস্তায় জবাই করে হত্যা করা হয়।”
তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্তে এ হত্যার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি।