শীত দুর্যোগের মতো মন্তব্য করে গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেছেন, উত্তর সিলেটের গর্ব গোয়াইনঘাটের কৃতি সন্তান সিআইপি মোহাম্মদ গোলাম জিলানী ব্যক্তি উদ্যোগে শীত নিবারণের জন্য গরীব মানুষদের কথা চিন্তা করে শীতবস্ত্র নিয়ে এসেছেন।
তিনি বলেন, সিআইপি গোলাম জিলানী ভবিষ্যতেও যাতে আরো সম্মানজনক স্থানে যেতে পারেন আমরা এই প্রত্যাশা করছি।
তিনি শনিবার (১১ জানুয়ারি) দুপুরে গোয়াইনঘাট সদরে গোয়াইনঘাট ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট এন্ড অর্গানাইজেশনের সভাপতি সদ্য সিআইপি মর্যাদাপ্রাপ্ত মোহাম্মদ গোলাম জিলানীর ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মো. আব্দুল মালিক, সিআইপি মোহাম্মদ গোলাম জিলানী ও জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সভাপতি মাহফুজুল কিবরিয়া মাহফুজ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, আমেরিকা প্রবাসী আমিনাল ইসলাম চৌধুরী, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি ফখরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আখতার ও ছাত্রনেতা সজিবসহ অনেকেই।