সিলেটের দক্ষিণ সুরমায় এক ব্যক্তির কাছ থেকে প্রতারক চক্র বিকাশের মাধ্যমে অর্ধ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ওই ব্যক্তির প্রবাসী ভাই বিদেশে ইমিগ্রেশনে বিপদে পড়েছেন উল্লেখ করে দুটি বিকাশ নাম্বারে এই টাকা নিয়ে নেয় প্রতারক চক্র।
গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে দক্ষিণ সুরমার নাজিরবাজারে এ ঘটনা ঘটে।
পরে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার আদিত্যপুর গ্রামের সামসাদ মিয়ার ছেলে আজিজুর রহমান যুক্তরাজ্যে থাকেন। তবে সেখানে তিনি আছেন নাগরিকত্ব জটিলতায়। গত বৃহস্পতিবার সকালে হঠাৎ প্রবাসী আজিজুর রহমানের ফোন থেকে তার মায়ের ফোনে ক্ষুদেবার্তা আসে এই মর্মে যে- আজিজ যুক্তরাজ্যের ইমিগ্রেশনে আটকা পড়েছেন, বাংলাদেশের ৫০ হাজার টাকা দিলে তিনি ছাড়া পাবেন। তা না হলে আজিজকে সে দেশে জেলে পাঠানো হবে।
এমন ক্ষুদেবার্তা পেয়ে দেশে থাকা ছেলে আমিনুর রহমানকে টাকা পাঠাতে তাগাদা দেন তিনি। পরে আমিনুর রহমান নাজিরবাজারে গিয়ে একটি বিকাশের দোকান থেকে প্রতারকের দেওয়া দুটি নাম্বারে ৪৯ হাজার টাকা পাঠান। কিন্তু ঘণ্টাখানেক পর তার প্রবাসী ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ হলে জানতে পারেন- সেখানে তার কোনো সমস্যা হয়নি।
তৎক্ষণাৎ প্রতারণার বিষয়টি তারা বুঝতে পারেন এবং পরবর্তীতে দক্ষিণ সুরমা থানায় অভিযোগ দায়ের করেন।
তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার এসআই ফাইমুর রহমান বলেন- তদন্তকাজ কিছুটা এগিয়েছে। আশা করি অভিযুক্তরা ধরা পড়বে।